বাংলাদেশ দল এখন আছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ওখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছেন তামিম ইকবালরা।
আফগানদের বিপক্ষে সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে জুনের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে তাদের। এবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, দুই ভাগে হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। প্রথমে এসে একটি টেস্ট খেলে ভারতে যাবেন রশিদ খানরা। এরপর ফিরে এসে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ।
বৃহস্পতিবার ইংল্যান্ডে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে আমাদের দুইটি টেস্ট হওয়ার কথা ছিল। আমরা একটা টেস্ট কমিয়ে এনেছি। এখন একটা টেস্ট, তিনটা ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলব। এটাই সূচি। যেহেতু আগের সূচিতে পরিবর্তন হয়েছে, এটা নিয়ে আফগানিস্তান বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। আমার মনে হয় আজ-কালের মধ্যে ভেন্যু ফাইনাল হয়ে যাবে, কোথায় খেলা হবে। ’
‘এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। যেহেতু মাঝে কোরবানির ঈদ আছে। তারা চেয়েছে এখানে একটা ফরম্যাট খেলে ভারত চলে যাবে। সেখানে ভারতের সঙ্গে একটা সিরিজ আছে। সেটা খেলার জন্য তারা চলে যাবে। এখানে একটা টেস্ট ম্যাচ হবে। এরপর ঈদের সময় ওরা ভারতে সিরিজ খেলতে যাবে। ’
দুই সিরিজের মাঝে খুব বেশি বিরতি থাকবে না বলে জানান জালাল। তিনি আরও বলেন, ‘আমরা মেনে নিয়েছি। কারণ আমাদের এখানেও ছুটি। কোরবানির ঈদের মধ্যে প্লেয়াররা ছুটিতে থাকবে। তাই এতে আমাদের কোনো আপত্তি ছিল না। ’
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ১১, ২০২৩
এমএইচবি/আরইউ