ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টেক্টরের চতুর্থ সেঞ্চুরি, আইরিশদের ২০০ পার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
টেক্টরের চতুর্থ সেঞ্চুরি, আইরিশদের ২০০ পার

বিপর্যয়ের মুখে দারুণভাবে হাল ধরলেন। প্রতি আক্রমণে তুলে নিলেন ফিফটি; একপ্রান্তে উইকেট পতনের মাঝে দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে।

ফিফটিকে দুর্দান্ত এক সেঞ্চুরিতে রূপ দিলেন হ্যারি টেক্টর, যা ওয়ানডে ক্যারিয়ারে তার চতুর্থ। তার ব্যাটে ভর করে আয়ারল্যান্ডের স্কোর ২০০ ছাড়িয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ২১৪ রান।

চেমসফোর্ডে আজ বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি সময় পর হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টির টস। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। দেরিতে শুরু হওয়ায় ম্যাচ হবে ৪৫ ওভারের।  

আগে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিংকে প্রথম ওভারেই বিদায় করে ব্রেক-থ্রু এনে দেন হাসান মাহমুদ। বাংলাদেশের ডানহাতি পেসারের লেন্থ বল ব্লক করতে গিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন স্টার্লিং। শুরুতে ক্যাচ আউটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। ফলে রিভিও নেন টাইগার দলপতি তামিম ইকবাল। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল ব্যাটের কানায় লেগে মুশফিকের হাতে জমা হয়েছে। ফলে সিদ্ধান্ত বদলে আউট দেন অন-ফিল্ড আম্পায়ার। স্টার্লিং ২ বলের মোকাবিলায় ফিরেছেন ডাক মেরে। ১ রানেই প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড।

এরপর আরেক ওপেনার স্টিফেন ডোহেনিকেও নিজের শিকার বানান হাসান। সপ্তম ওভারে তার প্রথম বলেই ব্যাক-ফুট স্কয়ারে পাঞ্চ করেছিলেন আইরিশ ওপেনার। কিন্তু বল উড়ে গিয়ে জমা হয় পয়েন্টে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের হাতে। বিদায় নেওয়ার আগে ২১ বলে ১২ রান করেন ডোহেনি।

১৬ রানে ২ উইকেট হারানোর পর বলবার্নি ও টেক্টর মিলে বিপর্যয় সামাল দেন। ধীরে ধীরে দুজনেই হাত খুলতে শুরু করেন। এর মধ্যে টেক্টর রীতিমতো আগ্রাসী ব্যাটিংয়ে টাইগারদের বোলিংকে ছন্নছাড়া করে ছাড়েন। ২০তম ওভারে তাইজুল ইসলামের ৪ বলে ৩ ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। বলবার্নিও দারুণ সঙ্গ দেন তাকে। দুজনের জুটিতে ১০৪ বলে আসে ৯৮ রান।  

ফিফটির দিকে ছুটতে থাকা বলবার্নিকে ফিরিয়ে জুটি ভাঙেন শরিফুল। এই বাঁহাতি পেসারের বলে উইকেটকিপার মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আইরিশ অধিনায়ক। বিদায়ের আগে ৫৭ বলে ৪২ রান করেন বলবার্নি। এরপর লরকান টাকারকে বেশিদূর যেতে দেননি শরিফুল। আগ্রাসী শুরুর ইঙ্গিত দেওয়া টাকার ১১ বলে ১৬ রান করে শরিফুলের দ্বিতীয় শিকারে পরিণত হন।

টাকার গেলেও অন্যপ্রান্তে ঝড় তুলতে শুরু করেন টেক্টর। মাঝে কার্টিস ক্যাম্ফার (৮) বিদায় নেন তাইজুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। তবে জর্জ ডকরেলকে নিয়ে ফের লড়াই শুরু করেন টেক্টর। ৯৩ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিতে তিনি হাঁকান ৪ চার ও ছয় ছক্কা। তার ও ডকরেলের জুটিতে ২০০ ছাড়ায় আইরিশদের সংগ্রহ। সেঞ্চুরির দেখা পেতেই আরও বেশি আগ্রাসী হয়ে উঠেন টেক্টর।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।