ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের জন্য ফিজিক্যাল পারফরম্যান্স কোচ নিয়োগ দিলো বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুন ১, ২০২৩
মেয়েদের জন্য ফিজিক্যাল পারফরম্যান্স কোচ নিয়োগ দিলো বিসিবি

নারী ক্রিকেটকে ঢেলে সাজানোর চেষ্টায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন দুই নির্বাচকের সঙ্গে নেওয়া হয়েছে বোলিং কোচ।

এবার নিগার সুলতানা জ্যোতিদের জন্য ইয়ান ডুররেন্টকে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় তারা।

দুই বছরের জন্য ইয়ানের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছে বিসিবি। এর আগে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এক দশকের বেশি সময় ধরে তিনি দলটির স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচিংয়ের সঙ্গে জড়িত ছিলেন।  

ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছে গেছেন ইয়ান। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দলে যুক্ত হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আমি আমার নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছে। ’

‘সবার সঙ্গে দেখা হওয়া নিয়ে তর সইছে না। নারী ক্রিকেট দলের সামনে বড় একটি বছর অপেক্ষায় আছে। এটা শুরু করার অপেক্ষা করতে পারছি না। ’

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।