ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

দীপুর চাওয়া এখন মানসিকভাবে আরও শক্ত হওয়া

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ৫, ২০২৩
দীপুর চাওয়া এখন মানসিকভাবে আরও শক্ত হওয়া

একদিনে অনেকটুকু বদলে গেছে শাহাদাৎ হোসেন দীপুর জীবন। ঘরোয়া লিগে অনেকদিন ধরেই পরিচিত নাম, ছিলেন ‘এ’ দলেও।

কিন্তু টেস্ট দলের ডাক পাওয়া সবকিছুর চেয়ে আলাদা। গতকাল সন্ধ্যা অবধিও ওই খবর জানতেন না দীপু। অথচ সোমবার তার দিন কেটেছে জাতীয় দলের ক্যাম্পে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে পেসার মুশফিক হাসানের সঙ্গে নতুন মুখ দীপু। তিনি তাই ক্যামেরার লেন্সের সবচেয়ে আরাধ্য ছিলেন। এরপর কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গেও।

চট্টগ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাওয়ার অনুভূতি জানিয়ে বলছিলেন, ‘খুশি তো লাগবে এটা স্বাভাবিক। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও একই। ডে বাই ডে আরও যেন উন্নতি করতে পারি, সেটাই চিন্তা করছি। ’

জাতীয় দলে টিকে থাকা সহজ ব্যাপার না। ঘরোয়া লিগের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের পার্থক্য দীপু টের পেয়েছেন ‘এ’ দলের হয়ে খেলে। এখন টিকে থাকতে তার নজর কোথায়? দীপু জানালেন শক্ত হতে চান মানসিকভাবে।

তিনি বলেন, ‘আমি ডে বাই ডে নিজের স্কিলটা উন্নতি করার চেষ্টা করব। মানসিকভাবে আরও শক্ত হওয়ার চেষ্টা করব। এটাই আমার কাজ। যতই উন্নতি করব, আমার জন্য খেলাটা সহজ হবে। ’

২০২০ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের একজন ছিলেন দীপু। এই কয়েক বছরে তার সতীর্থদের অনেকেই গায়ে জড়িয়েছেন বাংলাদেশের জার্সি। দীপু অবশ্য এসব নিয়ে ভাবেননি কখনোই, ‘এসব ব্যাপার নিয়ে আমি কোনোদিন চিন্তা করিনি। চিন্তা করেছি, যখনই আমাকে ডাকবে খেলার জন্য প্রস্তুত থাকব। ’

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।