ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাগদান সেরেছেন হাসান মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুন ৮, ২০২৩
বাগদান সেরেছেন হাসান মাহমুদ

জাতীয় দলের অনুশীলনের ফাঁকে হঠাৎই দেখা মিললো দৃশ্যটির। দুই শিশুকে নিয়ে গ্র্যান্ড স্ট্যান্ডে দাঁড়ানো এক ভদ্রলোকের সঙ্গে হাসিমুখে আলাপ করছেন তাসকিন আহমেদ-এবাদত হোসেন, তুলছেন ছবিও।

ভদ্রলোকের নাম মোহাম্মদ ফারুক, তিনি জাতীয় দলের পেস বোলার হাসান মাহমুদের বাবা।

লক্ষ্মীপুর থেকে তার ঢাকায় আসার উদ্দেশ্য আছে। বুধবার তার ছেলে হাসান মাহমুদের বাগদান সেরেছেন। সেটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। এর সঙ্গে জানিয়েছেন ছেলের বিয়ে নিয়ে বড় ইচ্ছের কথাও।

ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ে করবেন হাসান মাহমুদ। এরপর তার বিয়ের অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর, তখন জাতীয় দলের সব ক্রিকেটারকে লক্ষ্মীপুর নিয়ে যাওয়ার ইচ্ছে তার। ইচ্ছে আছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠান করারও। যদিও হাসানের হবু স্ত্রী নিয়ে কিছু বলেননি তার বাবা।

২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে পথচলার শুরু হাসানের। এখন অবধি ১১ ওয়ানডেতে ১৮ উইকেট নিয়েছেন তিনি। ১৬ টি-টোয়েন্টিতেও পেয়েছেন সমান উইকেট।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুন ৮, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।