ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

রশিদ না থাকলেও অন্য বোলাররা আছে, বলছেন আফগান অধিনায়ক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ১২, ২০২৩
রশিদ না থাকলেও অন্য বোলাররা আছে, বলছেন আফগান অধিনায়ক ছবি: সংগৃহীত

বাংলাদেশে টেস্ট খেলার স্মৃতি আফগানিস্তানের জন্য বেশ উজ্জ্বল। ঘরের মাঠে বাংলাদেশকে হারায় তারা।

ওই ম্যাচে দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে স্বাগতিকদের গুটিয়ে দেন রশিদ খান, তিনি হন ম্যাচের সেরা খেলোয়াড়ও। এবার তাকে ছাড়াই টেস্ট খেলতে এসেছে আফগানরা।

১৪ জুন থেকে মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট। এই ম্যাচ খেলতে গত দুদিন ধরে অনুশীলন করছে আফগানিস্তান। তাদের বোলিং শক্তির প্রশংসায় মেতে উঠেছে এখন পুরো ক্রিকেটবিশ্ব। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিও বলছেন, রশিদ না থাকা চ্যালেঞ্জের। তবে অন্য বোলারদের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

শহীদি বলেন, ‘একটু চ্যালেঞ্জিং তো হবেই। সবাই জানে সে আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলার আছে, বিকল্প আছে। তারাও ভালো খেলবে ইনশাআল্লাহ্। ’

বাংলাদেশ দলেও নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এ নিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘সাকিবও বিশ্রামে, রশিদও বিশ্রামে। তবে আগে যেটা বললাম, আমাদের আরও ভালো বোলার আছে, ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। ’

গত কয়েক বছর ধরে বাংলাদেশের বোলিংও এগিয়েছে বেশ। দলের শক্তিও জোগাচ্ছেন তারা। যদিও আফগানিস্তান অধিনায়কের ভাষ্য, তাদের যথেষ্ট ভালো ব্যাটার আছে। দলের কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশা তার।

তিনি বলেন, ‘আমাদের আস্থা রাখার মতো ব্যাটার আছে যারা অতীতে ভালো করেছে। ওয়ানডেতে ভালো খেলা ইব্রাহীম (জাদরান), রহমত শাহ আছে। আমিও সর্বশেষ টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছি। আরও অনেক সম্ভাবনাময়ী ব্যাটার আছে। আমি বিশ্বাস করি আমাদের ব্যাটাররা ভালো। দিনকে দিন উন্নতি করছে ব্যাটিং বিভাগ। আমি দলের কাছ থেকে ভালো পারফরম্যান্সই আশা করছি। ’

বাংলাদেশ সময় : ১৩৪৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।