ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফি: ভারতের জার্সিতে থাকছে না পাকিস্তানের নাম!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফি: ভারতের জার্সিতে থাকছে না পাকিস্তানের নাম!

‘ক্রিকেটে রাজনীতিকে টেনে আনছে ভারত’- এমনই মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা। নতুন বিতর্ক হলো চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তান নাম ছাপবে না ভারত।

৫০ ওভারের টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হতে যাচ্ছে। তবে স্বাগতিক হিসেবে থাকছে পাকিস্তানই। শুধুমাত্র ভারতের ম্যাচগুলোই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার প্রভাব ক্রিকেটে পড়েছে নিয়মিতই। এবার জার্সিতে পাকিস্তানের নাম না থাকা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থাকে নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির সেই কর্মকর্তা বলেন, ‘ক্রিকেটে রাজনীতিকে টেনে আনছে বিসিসিআই, যা খেলাটির জন্য ভালো নয়। তারা পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়ককেও পাঠাতে চায় না তারা। ’ 

‘এখন শোনা যাচ্ছে নিজেদের জার্সিতে স্বাগতিক দেশের নামও ছাপতে চায় না তারা। আমরা বিশ্বাস করি, আইসিসি এমনটা হতে দেবে না এবং পাকিস্তানকে সমর্থন দেবে। ’

জার্সির বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়বে তারা। গ্রুপের শেষ ম্যাচে (২ মার্চ) তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময় : ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।