ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তিতে দিবারাত্রির ম্যাচ আয়োজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তিতে দিবারাত্রির ম্যাচ আয়োজন ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি হবে ২০২৭ সালে। সেদিন বিশেষ এক টেস্ট ম্যাচ আয়োজন করা হবে।

যদিও ঘোষণা আগেই এসেছিল। তবে আজ জানা গেল বিস্তারিত। বছরটির ১১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে দিন-রাতের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। গোলাপি বলে হবে খেলা।

গত বছরের নভেম্বরে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ম্যাচটি আয়োজন করা হবে। ১৮৭৭ সালের ১২ মার্চ মেলবোর্নে এই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের মাধ্যেমেই যাত্রা শুরু হয় টেস্ট ক্রিকেটের। যার ১০০ বছর পূর্তি হয় ১৯৭৭ সালে। সেবারও বিশেষ ম্যাচ আয়োজন করা হয়েছিল এই দুদলের মধ্যকার।

এরই ধারাবাহিকতায় দেড়শ বছর পূর্তিতে আয়োজন করা হবে ম্যাচ। যেটি অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে থাকবে না। আর দিন-রাতের ম্যাচ হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দর্শক মাঠে আনা। মার্চে অস্ট্রেলিয়ায় স্কুল, অফিস থেকে শুরু করে প্রায় সবকিছুই চলমান থাকবে। এমতাবস্থায় দর্শকদের মাঠে আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।