ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

ক্রিকেট

মাঠে ফিরে ১৫ ছক্কায় ২৮ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
মাঠে ফিরে ১৫ ছক্কায় ২৮ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের ছবি: সংগৃহীত

এবি ডি ভিলিয়ার্সের সেই বিধ্বংসী রূপ ফিরে এসেছে আরও একবার। ৪১ বছর বয়সেও করলেন খুনে ব্যাটিং।

পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অনেক আগেই। লম্বা সময় পর ফিরেছেন মাঠে। আর হাঁকালেন সেঞ্চুরি।

গতকাল সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বুলস লিজেন্ডসের বিপক্ষে টাইটান্স লিজেন্ডসের হয়ে ২৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। ‘মি. ৩৬০ ডিগ্রি’ খ্যাত এই ক্রিকেটারের স্ট্রাইক রেট ছিল ৩৬০! কোনো চার না মেরে ১৫ ছক্কায় এই ইনিংস সাজান তিনি। তার তাণ্ডবে ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান করে টাইটান্স।  

২০২১ সালের অক্টোবরে ক্রিকেট থেকে বিদায় নেন ডি ভিলিয়ার্স। এরপর আর মাঠে নামা হয়নি তার। লম্বা সময় পর ফিরলেন আগের মতোই। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার মাঠে না থাকলেও তার রেকর্ডগুলো হয়ে আছে অমলিন।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।