ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট অধিনায়ক হয়ে রোমাঞ্চিত না হলেও ‘গর্বিত’ লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩
টেস্ট অধিনায়ক হয়ে রোমাঞ্চিত না হলেও ‘গর্বিত’ লিটন

মিরপুরে সকালে অঝোরে ঝরেছে বৃষ্টি। অনুশীলন নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়ে গেছে ততক্ষণে।

তবুও শেরে বাংলার সংবাদ সম্মেলনে সবার অধীর অপেক্ষা। লিটন দাসের উত্থান-পতনের সাক্ষী সবাই। তাদের অপেক্ষা টেস্ট অধিনায়কের স্বাদ পেতে যাওয়া লিটনের সংবাদ সম্মেলনেরও।  

২০০০ সালে প্রথম টেস্ট খেলা বাংলাদেশ দলের সাদা পোশাকে লিটন হবেন ১২তম অধিনায়ক। সবচেয়ে বেশি ৩৪ টেস্টের নেতা ছিলেন মুশফিকুর রহিম, সবচেয়ে কম একটি করে তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা। লিটন নাম লেখাবেন একটি ইতিহাসেও। মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজার পর পঞ্চম ক্রিকেটার হিসেবে বাংলাদেশকে সব ফরম্যাটে নেতৃত্ব দেবেন তিনি। টেস্ট অধিনায়ক লিটনের রোমাঞ্চটা আসলে কেমন? 

সোমবার লিটন এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘বিশেষ কিছু না। এটা তো অবশ্যই একটা ভালো লাগার ব্যাপার কাজ করে। টেস্ট ক্রিকেটকে সবাই প্রধান্য দেয়। টেস্ট ক্রিকেটার হওয়াটাই অনেক বড় বিষয়। তার মধ্যে দেশের হয়ে অধিনায়ত্ব করা তো অবশ্যই গর্বের বিষয়। ’  

লিটনের জবাবটা যেন আরও একটু বড় করে পাওয়ার চেষ্টা করলেন আরেক সংবাদকর্মী। টেস্ট অধিনায়ক হিসেবে ব্লেজার পরে টস করছেন, এমন কি কখনো ভেবেছেন? লিটন বলেন, ‘এভাবে কখনো চিন্তা করা হয়নি আসলে। দেখা যাক টস করতে গেলে অনুভূতিটা যদি ওভাবে আসে তাহলে আসতেই পারে। ’ 

গত বছর টেস্টে অধিনায়ক করা হয় সাকিবকে, তার সঙ্গে সহ অধিনায়কত্ব দেওয়া হয় লিটনকে। এরপর থেকে মাঠের বিভিন্ন কাজেই সাহায্য করেছেন, এমন দাবি তার। লিটন বলছেন, অধিনায়কত্ব আলাদা কোনো ওজন হবে না তার জন্য।  

তিনি বলেন, ‘এরকম কোনো কিছুই ছিল না। আপনই যদি ভাইস ক্যাপ্টেনসি করবেন এমনও হয়েছে যে সাকিব ভাই মাঠের বাইরে গেছেন,  তখন আমাকে ১-২ ওভার হলেও অধিনায়কত্ব করতে হয়েছে। এটা নিয়ে তাই চিন্তা হয়নি। ’

বাংলাদেশ সময় : ১৫১৩ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।