প্রথমবারের মতো আইসিসির মাসসেরা হওয়ার সুযোগ ছিল নাজমুল হাসান শান্তর। কিন্তু পারলেন না।
আজ নিজেদের ওয়েবসাইটে মে মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ছেলেদের পাশাপামি মেয়েদের মাসসেরাও ঘোষণা করে সংস্থাটি। যেখানে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও হার্শিথা সামারাবিক্রমাকে টপকে এই পুরস্কার নিজের করে নেন থাইল্যান্ডের থিপোয়াচ পুত্থাওং।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছিলেন টেক্টর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি করেন অপরাজিত ২১ রান। দ্বিতীয় ম্যাচেই হাকান সেঞ্চুরি। খেলেন ১১৩ বলে ১৪০ রানের দারুণ ইনিংস। শেষ ওয়াডেতেও তার ব্যাট থেকে আসে ৪৫ রান। এই পারফরম্যান্সের কারণে প্রথম আইরিশ হিসেবে মাসসেরার পুরস্কার নিজের করে নেন টেক্টর।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১২, ২০২৩
আরইউ