ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব খুব উপভোগ করেছি : লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
অধিনায়কত্ব খুব উপভোগ করেছি : লিটন ছবি: শোয়েব মিথুন

ব্লেজার পরে টস করতে নামলে কেমন লাগবে? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন দাস বলেছিলেন, নামার পর বুঝতে পারবেন। পরে তিনি নেতৃত্ব দিয়েছেন, দারুণ করেছেনও।

৮৯ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের দেখা পেয়েছেন। তার নেতৃত্বে আফগানিস্তানের বিপক্ষে পুরো টেস্টজুড়েই দাপট দেখিয়েছে বাংলাদেশ।  

এখন লিটন জানেন টেস্ট অধিনায়কত্বের স্বাদ। আগেই দুই ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন, এবার দিলেন টেস্টেও। কেমন লেগেছে? লিটন জানান, উপভোগ করেছেন তিনি। বিশেষত পেসারদের পারফরম্যান্সের কারণেই অধিনায়কত্বের ভালো লাগা আরও বেড়েছে তার।  

তিনি বলেন, ‘অধিনায়কত্ব খুব উপভোগ করেছি। বোলাররা যেভাবে আমাকে সহায়তা করেছে। বিহাইন্ড দ্য বল দেখছি যে বোলাররা বল ক্যারি করাচ্ছে। কিপিং করতেও মজা। অধিনায়ক যখন থাকি তখন ভালো লাগে যে উইকেট পাওয়ার সুযোগ থাকে। ’

‘যখন প্রথম ইনিংসে শান্ত ও জয়ের ভিত্তিতে আমরা ভালো স্কোর করলাম তখন থেকে আমরা বিশ্বাস করছিলাম প্রথম ইনিংসের ওপর অনেক কিছু নির্ভর করছে। তাদের আমরা দেড়শর আগে অলআউট করেছি। কাজেই ব্যবধানটা তখনই বোঝা গেছে কোন পথে যেতে পারি। কিন্তু কঠিন উইকেট ছিল। দ্বিতীয় ইনিংসেও আমাদের ব্যাটাররা যেভাবে নিজেদের তুলে ধরেছে, এটার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের ব্যাটার, বোলার ও পুরো দলের। ’ 

পেসারের পারফরম্যান্স নিয়ে টেস্ট অধিনায়ক বলেন, ‘মিরপুরে আমরা কখনো তিন পেসার নিয়ে খেলি না। যেহেতু উইকেটের আচরণটাই এমন ছিল যে, তিন পেসার নিয়ে খেলার মতো। উইকেটে যথেষ্টই পেসারদের রসদ ছিল। তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমি অধিনায়ক হিসেবে খুব খুশি। ’

আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ৫৪৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের অনুপুস্থিতিতে লিটন দাসের নেতৃত্বে প্রথম ম্যাচেই এমন কীর্তি গড়ে স্বাগতিকরা। লিটন এর বড় কৃতিত্ব দিতে চান ব্যাটারদেরও। এই ম্যাচের উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না বলে দাবি তার।

তিনি বলেন, ‘অবশ্যই এটা তো যখন চাইবেন তখনই হবে না- এরকম একটা ব্যবধান। এটার জন্য কৃতিত্ব ব্যাটারদের কারণ উইকেটটা এত সহজ ছিল না। প্রতিটা ব্যাটারকে কৃতিত্ব দিতে হবে। সত্য কথা আমাদের বোলাররাও খুবই ভালো বল করেছে। লাইন-লেংথ মেনে বল করেছে। এটা টেস্ট ক্রিকেট, তাই অর্জনটা বড়। এরকম জিততে পারলে এর থেকে বড় কিছু চাওয়ার থাকতে পারে না। অধিনায়ক হিসেবে এর থেকে বড় ব্যবধানে চাইতে পারেন না কখনো। ’ 

বাংলাদেশ সময় : ১৫৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।