ওয়ানডেতে গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভালো খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে রীতিমতো অপ্রতিরোধ্য।
পাঁচ জুলাই থেকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। এই সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। বুধবার অনুশীলন শেষে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, এটাই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল।
তিনি বলেন, ‘আপনি দেখেন যে, অনেক কিছু যে পরিবর্তন করতে হবে সেই রকম না। সবাই কিন্তু সবার রোলটা জানে। ছোট ছোট জায়গায় শুধু উন্নতি করাটা। এটা মূলত কোচ খেলোয়াড়দের সঙ্গে কাজ করছে। এবং দেখেন যে, দলের ভেতর বেশ অভিজ্ঞ খেলোয়াড় আছে। অনেক বিশ্বকাপ খেলা প্লেয়ার আছে। আমার কাছে মনে হয়, এটাই মনে হয় বাংলাদেশের বেশি অভিজ্ঞ খেলোয়াড়। ’
‘অনেক বছর ধরে জাতীয় দলে খেলছে, আমরা যারা আছি, তারাও অনেক বছর ধরে খেলছি। প্রস্তুতি বলতে আপনি যে জিনিসটা বললেন, বিশ্বকাপে আমরা জানি ওখানে কীভাবে খেলা হয়। কী টেম্পারমেন্টে খেলা হয়, কী রানের ফ্লোতে খেলা হয়। ওই জিনিসগুলা নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের অভার কাম করার জন্য। বিশেষ করে আয়ারল্যান্ড সিরিজটা দেখেন, ৩০০ রান প্লাসের খেলা হয়েছে। বিশ্বকাপ কিন্তু বেশির ভাগ ম্যাচই এই রকম হবে। তিনশ-সাড়ে তিনশ প্লাস রান হবে। আমরা এই জিনিসগুলো কিভাবে অ্যাডাপ্ট করতে পারি একটা ম্যাচ না, কীভাবে কন্টিনিউ করতে পারি সব সময় আলোচনা, প্র্যাকটিস সেটাপ আলোচনা করছি। ’
আফগানিস্তান সিরিজের পর হবে এশিয়া কাপ, এই টুর্নামেন্ট নিয়েও বড় স্বপ্ন বাংলাদেশের। এরপরই মাঠে গড়াবে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন বলে জানান মিরাজ।
তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। এখন থেকে শুরু করব এটা না। আমাদের প্রস্তুতি সেই অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেইভাবেই আমরা পরিকল্পনা করছি, খেলছি। তার ভেতর হয়তো টেস্ট ম্যাচ ছিল। শেষ করলাম। সামনে কোন টেস্ট ম্যাচ নাই, এখন ওয়ানডে নিয়ে চিন্তা ভাবনা। বিশ্বকাপও বেশি দেরি নাই। সো ওভার অল যেভাবে প্র্যাকটিস করছি, ভালো প্র্যাকটিস করছি। ’
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমএইচবি/আরইউ