ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চোট কাটিয়ে ‘বেশ ভালো’ আছেন তামিম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
চোট কাটিয়ে ‘বেশ ভালো’ আছেন তামিম  ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: পিঠের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে খেলেননি তামিম ইকবাল। তা কাটিয়ে ওঠে ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন শুরু করেছিলেন তিনি।

কিন্তু আবারও চোট বাসা বাঁধে ওয়ানডে অধিনায়কের শরীরে।  

যদিও আজ (৩ জুলাই) চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে করতে দেখা যায় তামিমকে। এর আগে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন এখন বেশ ভালো আছেন তিনি।

তামিমের চোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাথুরু জানান, ‘কারো মেডিক্যাল ইতিহাস নিয়ে আলোচনা করা ঠিক হবে না। তবে সে (তামিম) গত দুই দিন অনুশীলন করেছে । সে এখন পর্যন্ত বেশ ভালো আছে। বেশ উন্নতিও করেছে। ’

এসময় দলে সহ অধিনায়কের থাকা না থাকা নিয়েও কথা বলেন হাথুরু। যদি কোনো কারণে অধিনায়ক না থাকেন দায়িত্বে কে থাকবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটি নির্বাচকদের জন্য একটি ভালো প্রশ্ন। দলে অনেক খেলোয়াড় আছে যারা আগে অধিনায়কত্ব করেছেন। সম্প্রতি টেস্টে সাকিবের অবর্তমানে লিটন অধিনায়কত্ব করেছেন। তাছাড়া আগে মুশি, সাকিবও অধিনায়কের দায়িত্বে ছিলেন। সুতরাং আমাদের অনেক নেতৃত্ব রয়েছে। নির্বাচকরা ঠিক করবেন কে দায়িত্বে থাকবেন। ’

পিঠের পুরনো ব্যাথায় ভুগছিলেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে অনুশীলন করতে গিয়ে আবারও ব্যথা অনুভব করলে চিকিৎসকের পরামর্শে টেস্টে দল থেকে তাকে বাহিরে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩

এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।