ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘জিততে না পারলে ভালো করার মর্ম নেই’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
‘জিততে না পারলে ভালো করার মর্ম নেই’

মেয়েদের ক্রিকেটে উপমহাদেশের অন্য দলগুলোর চেয়ে বেশ বড় ব্যবধানেই এগিয়ে ভারত। বাংলাদেশের সঙ্গে অবশ্য তাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সবসময়ই।

কিন্তু কাছে গিয়েও হারতে হয়েছে তাদের কাছে। আশা জাগিয়েও শেষ অবধি পুড়তে হয়েছে হতাশায়।  

এবার বাংলাদেশের মেয়েদের সামনে বেশ বড় সুযোগ। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে খেলতে বাংলাদেশে এসেছে ভারতের নারী দল। রোববার মিরপুরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, এবার ফল পক্ষে আনতে চান তারা।  

শনিবার তিনি বলেন, ‘প্রথমত দেখেন যে, অনেকদিন পর আমাদের এখানে খেলা, আমাদের রোমাঞ্চ কাজ করছে। এর চেয়ে বেশি কাজ করছে, আমাদের ভালো করার ইচ্ছে। কারণ, আমরা জানি যতই ভালো ক্রিকেট খেলি, যদি জিততে না পারি, সেক্ষেত্রে সেই ভালোটার মর্ম থাকে না। ’

‘এই মোমেন্টামটা পিক করার জন্য হোল্ড করে আছি। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে খেলতে শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ জিতছি না। হয়তো দেখা যাচ্ছে, একটা ম্যাচ জিততেছি। আমরা চাচ্ছি, ধারবাহিকভাবে ভালো খেলি। জেতার হারটা বেড়ে যায়। বিশ্ব ক্রিকেট যেভাবে উন্নতি করছে, আমাদের জয়ের হারটা বাড়াতে হবে। পুরো দলের এটাই ইচ্ছা। ’

ভারতের বিপক্ষে এখন অবধি ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু জয় এসেছে স্রেফ দুটিতে। সেগুলো বাংলাদেশের ইতিহাস গড়া ২০১৮ এশিয়া কাপে। দুই দলের শক্তির ব্যবধান স্পষ্ট হলেও প্রতিপক্ষকে নিয়ে খুব একটা ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক।  

তিনি বলেন, ‘আমি চাচ্ছি না ওদেরকে নিয়ে এভাবে চিন্তা-ভাবনা করতে। আমার মনে হয়, আমাদের ক্রিকেটাররা যদি ভালো ক্রিকেট খেলতে পারে তখন আমার কাছে মনে হয় আমরা ভালো ফল পাবো। ওরা আমাদের চেয়ে বেশি ম্যাচ খেলে এসেছে, আমরা কিন্তু সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে এসেছি। এফটিপিতে আছি। নিয়মিত ভিত্তিতে ম্যাচ খেলবো। খেলতে খেলতে কিন্তু অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে মনে হয় আমাদের কাছেও সেই সুযোগ আছে, ম্যাচ খেলে খেলে অভিজ্ঞ হওয়ার। ’

‘ওদের অনেক ভালো খেলোয়াড় আছে। হারমানপ্রীত আছে, স্মৃতি আছে, শেফালি আছে। ওদের বিপক্ষে আমাদের পরিকল্পনা থাকবে। আমি বলব যে, আমাদের বোলিং আক্রমণ এখন সবার সেরা। নির্দিষ্ট দিনে সবাই হয়তো জ্বলে উঠে না। দুই একটা ব্যাটার করে। তাদের বিপক্ষে যদি আমরা ভালো পরিকল্পনা সাজাতে পারি, সঠিক বোলিং করতে পারি, এবং শুরুতে যদি সুযোগ নিতে পারি, তাহলে কেউ হুমকি হয়ে দাঁড়াতে পারবে না। ’ 

বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।