ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবার পর এবার ছেলের বিপক্ষেও খেলবেন কোহলি! 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
বাবার পর এবার ছেলের বিপক্ষেও খেলবেন কোহলি! 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করছে ভারতীয় টেস্ট দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১২ জুলাই।

এই ক্যারিবিয়ানেই টেস্ট অভিষেক হয়েছিল বিরাট কোহলির। এরপর কেটে গেছে এক যুগ। সবকিছু ঠিক থাকলে, এক অনন্য কীর্তিতে নাম লেখাতে যাচ্ছেন তিনি।

কোহলির যখন টেস্ট অভিষেক হয়, তখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন শিবনারায়ণ চন্দরপল। এবার চন্দরপলের ছেলে তেজনারায়ণ চন্দরপলের বিপক্ষেও খেলার সম্ভাবনা আছে কোহলির। কেননা ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে এখন নিয়মিত সদস্য তেজনারায়ণ। ইতোমধ্যেই ৬ টি টেস্ট খেলেছেন তিনি। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের ১৩ সদস্যের দলে তাকে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই বাবার পর ছেলের বিপক্ষেও খেলতে দেখা যেতে পারে কোহলিকে।

যদিও এই রেকর্ডে কোহলিই প্রথম ভারতীয় ক্রিকেটার নন। এর আগে বাবা ও ছেলের বিপক্ষে খেলেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ১৯৯২ সালে অস্ট্রেলিয়া সফরে জেফ মার্শের বিপক্ষে খেলেছিলেন শচীন। সেটা ছিল তার প্রথম অস্ট্রেলিয়া সফর। ২০ বছর পরে ২০১২ সালে ভারতে সিরিজ খেলতে এসেছিলেন জেফের ছেলে শন মার্শ। তার বিপক্ষেও শচীন খেলেছিলেন।

ক্যারিয়ারে মনে রাখার মতো অনেক স্মৃতিই তৈরি করেছেন কোহলি। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আলাদা জায়গা করে নিয়েছে তার হৃদয়ে। কেননা ভারতীয় এই ব্যাটার এখানেই পেয়েছেন প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। ২০১৬ সালে অ্যান্টিগায় সেই ইনিংসটা গ্যালারি থেকে দেখেছেন কিংবদন্তি ব্যাটার স্যার ভিভ রিচার্ডস। তাই সেটাই ক্যারিবিয়ানে কোহলির প্রিয় স্মৃতি।

কোহলি বলেন, ‘ক্যারিবিয়ানে আমার প্রিয় স্মৃতি অবশ্যই অ্যান্টিগা। এখানেই স্যার ভিভ রিচার্ডসের সামনে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি পেয়েছি আমি। সেটা আমার জন্য খুবই বিশেষ মুহূর্ত। এরপর ভিভ এসে আমার সঙ্গে দেখা করেন এবং আমাকে অভিনন্দন জানান। এর চেয়ে ভালো কিছু আর হতে পারত না। ’ 

ডমিনিকায় সিরিজের প্রথম টেস্ট খেলবে ভারত। এক যুগ আগে সবশেষ এখানে খেলেছিল তারা। সেই ম্যাচে একাদশে ছিলেন কোহলি, ছিলেন রাহুল দ্রাবিড়ও। তবে কালের পরিক্রমায় তাদের ভূমিকাটা এখন বদলে গিয়েছে। কোহলি এখনো খেলা চালিয়ে গেলেও দ্রাবিড় এখন তারই কোচ।

সেই স্মৃতি রোমন্থন করে কোহলি ইনস্টাগ্রামে লেখেন, ‘ডমিনিকায় ২০১১ সালে যখন শেষ টেস্ট খেলেছিলাম, আমরা দু’জনে দলে ছিলাম। ভাবিনি, যাত্রাপথে একদিন আবার এই জায়গায় দু’জনেই ফিরে আসব। কিন্তু দু’রকম ভূমিকায়। কৃতজ্ঞ থাকব। ’

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।