ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আগের তুলনায় এখন বাংলাদেশ ভালো দল, বিশ্বাস জ্যোতির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
আগের তুলনায় এখন বাংলাদেশ ভালো দল, বিশ্বাস জ্যোতির

ট্রফি উন্মোচন করার আগে করমর্দন করলেন দুজন। এরপর কাপড় সরিয়ে ট্রফি নিয়ে দিলেন পোজও, মাতলেন খুঁনসুঁটিতে।

নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রিত কৌর রোববার থেকে নামবেন মাঠের লড়াইয়ে। এর আগে তারা জানিয়েছেন নিজেদের ভাবনার কথা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত।

এবার হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ফরম্যাটে পাঁচবারের দেখায় ভারতের বিপক্ষে জয়ের সুখস্মৃতি নেই। সবগুলো ম্যাচই হারতে হয়েছে বেশ বড় ব্যবধানে। সর্বশেষ বিশ্বকাপের ম্যাচে গত বছর হ্যামিল্টনে ১১০ রানে হারে বাংলাদেশের মেয়েরা। তবে আগের ম্যাচগুলোর দলের তুলনায় এবার ভালো অবস্থানে আছেন, এমন বিশ্বাস টাইগ্রেস অধিনায়কের।

শনিবার মিরপুরে তিনি বলেন, ‘সেটা তো অবশ্যই (আগের দলগুলোর চেয়ে এবার ভালো)। এক হচ্ছে ঘরের মাঠে খেলা। আরেকটা হলো শেষ ম্যাচ জেতার কারণে পুরো দল ইতিবাচক হয়ে আছে। সবাই অনেক বেশি বুস্ট আপ একটা এনার্জিতে আছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় অবশ্যই নির্দিষ্ট দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ’

‘আমরা যদি কালকে ভুল কম করি, যদি গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারি। যে ছোট ছোট ভুলগুলো আমরা করছি, যেগুলো নিয়ে কথা বলছি সবসময়। কোচিং স্টাফরা আমাদের সঙ্গে কথা বলছে। যখন আমরা অনুশীলন করি, সময় নিয়ে কথা বলে বলে ধরিয়ে দেওয়া হচ্ছে বিষয়গুলো। সবসময় দেখছি জুটির একটা ঘাটতি থাকে। এ জিনিসগুলো যদি ১০-১৫ শতাংশ উন্নতি করতে পারি, ভালো ক্রিকেট আসবে। ’

টি-টোয়েন্টিতে সবশেষ দুই ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। শেষ ম্যাচ এসেছে জয়ও। ওই আত্মবিশ্বাসের সঙ্গে ঘরের মাঠে খেলা হওয়ায় আশাবাদী নিগার। সঙ্গে তার বিশ্বাস, ওয়ানডে ফরম্যাটে ভালো খেলেন তারা।

জ্যোতি বলেন, ‘আগের পাঁচটা ম্যাচের কয়টা ম্যাচ আমরা বিশ্বকাপে খেলেছি? (সবশেষ ম্যাচটা)। এর আগে? ২০১২-১৩ সালের দিকে। সেটা বিষয় না। আমরা এই সংস্করণটা ভালো খেলি। দল হিসেবে আমরা বেশি আত্মবিশ্বাসীও থাকি। কারণ সময়টা বেশি দেখা যায়। হিসেব কষে খেলা যায়। আর আমাদের যেহেতু লম্বা একটা ব্যাটিং লাইন-আপ আছে, সবাই সময় নিতে পছন্দ করে, সেটেল হয়ে খেলতে পছন্দ করে। ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাবই আমাদের সবার থাকবে। ’

কাকে ফেভারিট মনে করেন এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়কের জবাব, ‘বাংলাদেশকে ফেভারিট মনে করি কারণ শেষ ম্যাচটা আমরা জিতেছি। ফরম্যাট বদলে যাক অথবা যাই হোক, আমি আমাদের এগিয়ে রাখবো। ’

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভালো করতে পারেননি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯৭ রান তাড়া করতে গিয়ে হয়েছে অলআউট। ওয়ানডেতে উইকেটে টিকে থাকার চ্যালেঞ্জ আছে। তাতে কাজটা কি আরও কঠিন হয়ে গেছে? জ্যোতি মনে করছেন, তাতে আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় ভারতের চেয়ে আমরা ভালো ব্যাটিং করেছি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দেখেন, আমার কাছে মনে হয় আমাদের ব্যাটাররা উইকেটকে ভালো এসেস করতে পেরেছে। এবং সে অনুযায়ী শটস খেলেছে। এই ধরনের উইকেটে একটু সময় নিয়ে খেলতে হবে। টি-টোয়েন্টিতে সময় ওভাবে পাবো না। কিন্তু ওয়ানডেতে সময় ও সুযোগ থাকবে। আমরা এভাবেই কথা বলছি ব্যাটাররা যত সময় থাকতে পারে। ওখানে থাকতে হবে এবং অবশ্যই ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। ’

বাংলাদেশ সময় : ১৫৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।