ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

গল টেস্টে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
গল টেস্টে পাকিস্তানের জয়

শ্রীলঙ্কা সফরে গল টেস্টে রোমাঞ্চকর ৪ উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। জয়ের জন্য আজ (২০ জুলাই) বৃহস্পতিবার টেস্টের শেষ দিনে বাকি ৭ উইকেট নিয়ে ৮৩ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে বাবর আজদের দল।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৩৩ রান তোলে তারা। এ জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩১২ রানের জবাবে পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটা ছিল শোচনীয়। এরপর দলের হাল ধরেন তরুণ দুই ব্যাটার সৌদ শাকিল ও সালমান আগা। সালমান ৮৩ রানে থামলেও, ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান শাকিল। বাঁ-হাতি এই ব্যাটার দেশটির দ্বিতীয় ব্যাটার হিসেবে প্রথম অ্যাওয়ে সিরিজে দ্বিশতকের দেখা পেয়েছেন। এর আগে ১৯৭১ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম ওই কীর্তি গড়েছিলেন জহির আব্বাস। টেস্টে পাকিস্তানের ২৩তম ব্যাটার হিসেবে শাকিল ডাবল সেঞ্চুরি করেছেন।

শাকিলের ডাবলে ভর করে পাকিস্তান গড়ে ৪৬১ রানের সংগ্রহ। তার অপরাজিত ২০৮ রানের ইনিংসে ভর করেই ১৪৯ রানের লিড নেয় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচে জোড়া সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি লঙ্কান ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসে ১২২ রানের পর এবার তিনি করেন ৮২। তার ১১৮ বলের ইনিংসে ১০ চারের পাশে ছক্কা ২টি। ফিফটি এসেছে ওপেনার নিশান মাদুশকার ব্যাট থেকেও।

শেষ পর্যন্ত স্বাগতিকদের ইনিংস থামে ২৭৯ রানে। প্রথম ইনিংসে ১৪৯ রানে এগিয়ে থাকায় পাকিস্তানের সামনে লক্ষ্যটা তাই সাদামাটা। বুধবার টেস্টের চতুর্থ দিনে ১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। আবদুল্লাহ শফিক বাঁহাতি স্পিনার জয়াসুরিয়ার বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন।  

প্রথম ইনিংসে আগ্রাসী ব্যাটিং করা শান মাসুদও থিতু হতে পারেননি। জয়াসুরিয়াকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় তিনি ধরা পড়েন শর্ট লেগে। ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে নুমান আলি ফেরেন রান আউটে। ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। এরপর আজ পঞ্চম দিনে আরও তিন উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

জয়াসুরিয়ার বলে এলডব্লিউর ফাঁদে পড়েন পাক অধিনায়ক। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান সৌদ শাকিলকে ফেরান মেন্ডিস। আউট হওয়ার আগে ৩৮ বলে ৩০ রান করেন তরুণ এই ব্যাটার। এরপর সরফরাজ আহমেদের উইকেট পতন হলেও ততক্ষণে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।  

বাংলাদেশ সময়:
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।