ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে ভারতই বেশি চাপে থাকবে: আকরাম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
বিশ্বকাপে ভারতই বেশি চাপে থাকবে: আকরাম

আগামী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ায়, পাকিস্তানের চেয়ে বেশি চাপে থাকবেন কোহলি-রোহিতরা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এমনটাই মনে করেন।

আগামী অক্টোবরে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর আগে ২০১১ সালে ঘরের মাটিতেই এই ফরম্যাটের বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নেয় তারা। এবার আবারও ঘরের মাটিতেই শিরোপা উৎসব করার সুযোগ আছে তাদের সামনে। কিন্তু স্বাগতিকদের জন্য কাজটা মোটেই সহজ হবে না বলে মনে করেন আকরাম। তাঁর মতে, ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ার কারণেই অসুবিধায় পড়বে ভারত।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে আকরাম বলেন, 'ঘরের মাঠে খেলার কিছু অসুবিধাও রয়েছে। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু নিজেদের মাঠে খেলার বাড়তি চাপ সব সময়ই থাকে। এটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও একইরকম। আয়োজক হলে চাপে থাকত। '

ভারতীয় পেস আক্রমণ আগের চেয়ে অনেক শক্তিশালী। তাছাড়া রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের অলরাউন্ডারও আছেন দলে। তবে ইনজুরি কাটিয়ে ফেরা জসপ্রিত বুমরাহ বড় তৈরি করতে পারেন, এমনটাই মত আকরামের। তিনি বলেন, 'সত্যিই ভারতের কয়েকজন খেলোয়াড় উঠে এসেছে। ভারতের মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহর মতো বোলার আছে। শামি দারুণ ও বুদ্ধিদীপ্ত বোলিং করেন। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে হবে বুমরাহকে। আমি জানি না তার ফিটনেসের কি অবস্থা। সে যদি ভালো অবস্থায় থাকে তাহলে বড় পার্থক্য তৈরি হবে। এ ছাড়া ভালো স্পিনার এবং অলরাউন্ডার রয়েছে ভারতের। দেখা যাক, জাদেজা-অশ্বিনের মধ্যে কে খেলে। '

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।