ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

এশিয়া কাপে অনিশ্চিত এবাদত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, আগস্ট ২১, ২০২৩
এশিয়া কাপে অনিশ্চিত এবাদত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া চোট এখনো ভোগাচ্ছে এবাদত হোসেনকে। তাই এশিয়া কাপে খেলাটাই অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে তার জন্য।

যে কারণে পরিবর্তন আসার সম্ভাবনা আছে বাংলাদেশের এশিয়া কাপ দলে।

এশিয়া কাপের দলে রাখা হলেও এবাদত এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ সোমবার গণমাধ্যমকে জানান, এবাদত এখনো পুরোপুরি চোটমুক্ত নন। আগামীকাল মঙ্গলবার ফিজিওর রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবাদতের জায়গায় এশিয়া কাপের দলে আসতে পারেন তানজিম হাসান সাকিব। এশিয়া কাপের স্ট্যান্ডবাই দলে রয়েছেন তিনি।

এছাড়া খালেদ আহমেদও আছেন আলোচনায়। গত কয়েকদিন ধরেই এশিয়া কাপের দলের সঙ্গে অনুশীলন করছেন ডানহাতি এই পেসার।

বাংলাদেশ সময়: 
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।