ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরাজের ‘গোল্ডেন ডাক’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
মিরাজের ‘গোল্ডেন ডাক’

গত ম্যাচে ওপেনিংয়ে নেমেই করেছিলেন বাজিমাত। সেঞ্চুরি হাঁকিয়ে দলের বড় সংগ্রহে রেখেছেন অবদান।

কিন্তু পাকিস্তানের বিপক্ষে নিজের সেই পারফরম্যান্স দেখাতে পারলেন না মেহেদি হাসান মিরাজ। বিদায় নেন ‘গোল্ডেন ডাক’ মেরেই।

ইনিংসের প্রথম ওভার বল করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। নাঈম শেখ পুরো ওভার দেখে-শুনে খেলেই পার করে দেন। মেইডেন ওভারের পর দ্বিতীয় ওভারে বল করতে আসেন নাসিম শাহ। আর প্রথম বলেই মিরাজ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন ফখর জামানের হাতে। বিদায় নেন কোনো রান না করেই।

এর আগে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।  

এ ম্যাচের একাদশে একটি বদল ছিল অবধারিত। নাজমুল হোসেন শান্ত ছিটকে গিয়েছিলেন পুরো টুর্নামেন্ট থেকেই। তার জায়গায় নেওয়া হয়েছে জ্বরের কারণে প্রথম দুই ম্যাচে না থাকা লিটন দাসকে। একদিন আগে একাদশ দেওয়া পাকিস্তানেরও একটি পরিবর্তন আছে। তাদের হয়ে খেলছেন ফাহিম আশরাফ।  

লাহোরের গরমের কারণে আগে ব্যাটিং করতে চান, এমনটি জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তা করছেন না, বলেছেন সেটিও। পাকিস্তানের বিপক্ষে শেষ পাঁচ ওয়ানডে ম্যাচের চারটিতে জেতার সুখস্মৃতিও আছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।