ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মানুষের ভালোবাসা ফিরে আসার অনুপ্রেরণা যোগাচ্ছে তামিমকে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
মানুষের ভালোবাসা ফিরে আসার অনুপ্রেরণা যোগাচ্ছে তামিমকে

মিরপুরের শো-রুমে ঢুকতে তামিমকে বেশ বেগ পোহাতে হলো। প্রায় মিনিট দশেক চেষ্টার পর সবকিছু শান্ত করে কথা বললেন সংবাদকর্মীদের।

তখনও বাইরে অনেক মানুষের ভিড়। তামিম ইকবালের জন্য এমন ভালোবাসা অবশ্য নতুন নয়।

ইনজুরির জন্য এশিয়া কাপে খেলতে পারছেন না তামিম। এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। প্রতিদিনের অনুশীলনেই উন্নতি করছেন একটু একটু করে। এই উদ্বোধনী ব্যাটার শুক্রবার মানুষের ভালোবাসা দেখে অভিভূত হয়েছেন। বলছেন, তাদের ভালোবাসার কারণেই ফিরতে যান দ্রুত।

তামিম বলেন, ‘মানুষের সাড়া ছিল অসাধারণ। এটা আপনাকে আরও অনুপ্রেরণা যোগায় যত তাড়াতাড়ি খেলায় ফিরে আসতে পারি। যে ভালোভাসা তারা দেখাচ্ছে, ওই ভালোবাসাটা আবারও ফিরিয়ে দিতে পারি। ’

এশিয়া কাপ থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার সময়ই জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরবেন। এখন ব্যাটিংও করছেন নিয়মিত। নিজের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তামিম। তিনি বলছেন, আগামী এক সপ্তাহ গুরুত্বপূর্ণ; ফিরতে পারবেন নিউজিল্যান্ড সিরিজেই।

তামিম বলেন, ‘আমাকে যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে, আমি আল্লাহর রহমতে প্রতিটা প্রোগ্রামে টিক দিয়েছি ভালোভাবে। খুব ভালোভাবে আমার প্রগ্রেশনটা হচ্ছে। বিশেষত ১০ তারিখের পর থেকে দশ দিনের মতো সময় আছে, তখন অলমোস্ট ফুল ইন্টেনসিটিতে অনুশীলন করার পরিকল্পনা আছে। ’

‘এখন অবধি কোনো সেট ব্যাক হয়নি। কিছু জিনিস থাকেই। কিন্তু ওই পর্যায়ের ব্যথা অনুভব করিনি। পরের এক সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ কারণ ফুল ইন্টেসিটিতে প্র্যাক্টিস করার পরিকল্পনা আছে। আমি খুব আশাবাদী ও ইতিবাচক যে নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকে খেলতে পারবো। ’

লম্বা সময় ধরে ওয়ানডের অধিনায়কত্ব ছিল তামিম ইকবালের কাঁধে। তার অধীনে দলও ভালো করছিল। কিন্তু হুট করেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। ওয়ানডে অধিনায়কত্বও যায় সাকিব আল হাসানের কাছে। এশিয়া কাপে দল খুব একটা ভালো না করলেও কোচ-অধিনায়কের পরিকল্পনায় আস্থা রাখতে চান তামিম।

তিনি বলেন, ‘যখন আমি অধিনায়ক ছিলাম তখন একভাবে ভেবেছি। নতুন অধিনায়কের হয়তো আলাদা পরিকল্পনা আছে, যেটা আমি জানি না। আমি একজনের পরিকল্পনার ব্যাপারে যদি এতটা নিশ্চিত না হয়ে মন্তব্য করি, ওটা একটা কন্ট্রোভার্সি হয়ে গেল। আমার মনে হয় নতুন অধিনায়ক-ম্যানেজম্যান্টের ভালো পরিকল্পনা আছে। ওরা ওভাবে করে আগাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।