ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাবেক বাংলাদেশি ক্রিকেটার এখন কানাডার পুলিশ অফিসার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
সাবেক বাংলাদেশি ক্রিকেটার এখন কানাডার পুলিশ অফিসার সংগৃহীত ছবি

কানাডার পুলিশে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন জুনিয়র।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক এই বাঁহাতি ব্যাটার।

সম্প্রতি তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মেহরাব হোসেন জুনিয়রের। একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্যাপ পান তিনি। সবশেষ ২০০৯ সালে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই মাঠে নেমেছিলেন। সবমিলিয়ে তিনি ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর ধীরে ধীরে সবধরনের ক্রিকেটেই অংশগ্রহণ কমে যায় মেহরাবের। হতাশ হয়ে পাড়ি জমান কানাডায়। সেখানেই পরিবার নিয়ে বসবাস তার। এতদিন অন্য ভূমিকায় দেখা গেলেও এখন থেকে কানাডার আইনশৃঙ্খলাও সামলাবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।