ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ভারতের অষ্টম নাকি শ্রীলঙ্কার সপ্তম শিরোপা, এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব থাকবে কার হাতে? সেই প্রশ্নের উত্তর মিলবে আজই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা।

শিরোপার লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।  

ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে দুই দল। ইনজুরির কারণে মাহিশ থিকশানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। অন্যদিকে ভারত হারিয়েছে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। তাই অনুমিতভাবেই পরিবর্তন এসেছে একাদশে। লঙ্কান একাদশে থিকশানার পরিবর্তে সুযোগ পেয়েছেন দুশান হেমন্ত। বাংলাদেশের বিপক্ষে বিশ্রামের পর ভারতের একাদশে ফিরেছেন বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব। অক্ষরের পরিবর্তে খেলবেন ওয়াশিংটন সুন্দর।

এনিয়ে অষ্টমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। আগের সাতবারের দেখায় তিনবার শ্রীলঙ্কা ও চারবার শিরোপা নিয়েছে ভারত।


শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, মাথিশা পাথিরানা, দুনিথ ওয়ালালাগে, সাদিরা সামারাবিক্রমা, প্রমোদ মাদুশান, দুশান হেমন্ত, ধনঞ্জয়া ডি সিলভা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন  সুন্দর।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।