ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রয়ের বদলে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ব্রুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
রয়ের বদলে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ব্রুক

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে বদল এসেছে। জেসন রয়কে বাদ দিয়ে নেওয়া হয়েছে হ্যারি ব্রুককে।

বিশ্বকাপের স্রেফ তিন সপ্তাহ আগে এই বদল এনেছে তারা। নিউজিল্যান্ড সিরিজের আগে ঘোষিত বিশ্বকাপ দলে ৩৩ বছর বয়সী রয়কে রেখেছিল ইংল্যান্ড। যদিও কিউইদের বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি তিনি।  

তার অনুপুস্থিতিতে ওপেনিংয়ে প্রতিদ্বন্দ্বী ডেভিড মালান হয়ে যান সিরিজ সেরা। ৯২.৩৩ গড়ে তিন ম্যাচে ২৭৭ রান করেন তিনি। লর্ডসে ছিল ম্যাচ জেতানো সেঞ্চুরিও। এতেই কপাল পুড়েছে রয়ের। রিজার্ভ ব্যাটারের তালিকা থেকে সুযোগ মিলেছে হ্যারি ব্রুকের। গত মাসে ঘোষিত বিশ্বকাপ দলে ছিলেন না তিনি।  

যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা একদমই ভালো যায়নি ব্রুকের। তিন ম্যাচে যথাক্রমে ২৫, ২ ও ১০ রান করেন তিনি। এ বছর ছয় ওয়ানডেতে দুটি সেঞ্চুরি হাঁকানো রয়কে বাদ দেওয়া হয়েছে তবুও তাকে জায়গা করে দিতে। যদিও কোনো কারণ ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে বদল আনার সুযোগ থাকছে ২৮ সেপ্টেম্বর অবধি।  

গত মাসে ঘোষিত এশিয়া কাপ স্কোয়াডে অবশ্য বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। অবসর ভেঙে ফেরানো হয় বেন স্টোকসকে, তখন সমালোচনা ছিল ব্রুকের জায়গা না পাওয়া নিয়েও। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৪ বলে ১৮২ রান করে ওই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছেন স্টোকস। এটি এখন ইংলিশদের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানও।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল : জশ বাটলার (অধিনায়ক), মঈন আলি, গস আটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রেসে টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস উকস।

বাংলাদেশ সময় : ২০১৩ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।