ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে সমর্থন দেওয়া পোস্ট মুছে দিয়েছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
সাকিবকে সমর্থন দেওয়া পোস্ট মুছে দিয়েছেন মিরাজ

জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব এখন রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবারের এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে আন্তর্জাতক ক্রিকেটে অভিষেক হয় তার।

ওই ম্যাচে দুই উইকেট নিয়ে আলোও কাড়েন। এপর তার পুরোনো কিছু পোস্ট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

এ নিয়ে পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন। বিসিবিও তাকে সতর্ক করে দেয়। এ ঘটনার পর তানজিম সাকিবের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও কয়েক ঘণ্টা পরই সেটি ডিলিট করে দিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিরাজ তানজিম সাকিবের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ।

বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না। সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভ কামনা রইল, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো। ’

বাংলাদেশ সময় : ২২১৮ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।