ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সমস্যার সমাধান হয়ে গেছে’, ফাহিমের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
‘সমস্যার সমাধান হয়ে গেছে’, ফাহিমের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে ফারুক

বাংলাদেশের ক্রিকেটে দ্বন্দ্বের যেন অবসান হচ্ছে না। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব অনেকদিন ধরে ছিল আলোচনায়।

এবার কথা উঠেছে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের মনোমালিন্য।  

সম্প্রতি একটি টেলিভেশনে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি সামনে নিয়ে আসেন ফাহিম। গত আগস্টে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর বোর্ডে আসেন ফারুক ও ফাহিম। এর মধ্যে ফারুককে সভাপতি করা হয়। কিন্তু একসঙ্গে বোর্ডে এলেও তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে চার মাস পেরোনোর আগেই।  

ফারুকের কথায় মনোক্ষুণ্ন হয়েছেন বলে একটি টেলিভেশন সাক্ষাৎকারে জানান ফাহিম। তবে তার সঙ্গে এই সমস্যার সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। সিলেটে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।  
 
ফারুক বলেন, ‘পদত্যাগ করতে চায়নি। বলেছে কাজ করা কঠিন। পদত্যাগ করতে চায় এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। যমুনা টিভির সঙ্গে আমি কথা বলেছি। ফাহিম ভাই আমার সঙ্গে ছিল। ’
 
‘নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরোনো। যখন কাজের মাত্রা বেশি, লোকসংখ্যা কম তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ওই জিনিস থেকেই উনি হয়তো চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না। ’ 

ওইদিনের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। সব মিলে দিনটা আমার সেরা দিন ছিল না। তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি হয়তো আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত। ’
  
‘ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমারও সিনিয়র খেলোয়াড়। আমার অনেক সিনিয়র। সেদিক বিবেচনা করে উনি হয়তো মনঃক্ষুণ্ণ হয়েছেন। ফাহিম ভাই আর কোনো কথা বলতে চাননি। আমার পাশেই ছিলেন। মোট কথা আমরা সমস্যার সমাধান করেছি। ’

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।