দীর্ঘ আলোচনার পর সফল সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই চুক্তির আওতায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, যেখানে আয়োজিত হবে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সিরিজটির চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হয়।
যদিও প্রাথমিকভাবে পাঁচ ম্যাচের সিরিজ পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত তা কমিয়ে তিন ম্যাচে আনা হয়েছে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। লাহোরে ২৫ মে পিএসএলের ফাইনাল হবে। এরপর শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি।
এই সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তিনি এ বছরের শুরুতে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হোসেন শান্তর পদত্যাগের পর।
এই সিরিজ নিয়ে শুরুতে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছিল ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা এবং চলতি মৌসুমে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে যাওয়ার কারণে।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ দল ২১ মে দুই ভাগে পাকিস্তান যাওয়ার কথা ছিল এবং ২৫ মে ফয়সালাবাদে শুরু হতো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে নিরাপত্তা এবং অন্যান্য দিক বিবেচনায় সিরিজটি লাহোরে সরিয়ে আনা হয় এবং ম্যাচসংখ্যা কমিয়ে তিনটি করা হয়েছে।
বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। শুরুতে এই সিরিজ দুই ম্যাচের হওয়ার কথা থাকলেও পরে এক ম্যাচে বেড়ে সিরিজটি তিন ম্যাচের করা হয়। যেখানে এখন পর্যন্ত দুই দল একটি করে ম্যাচ জিতেছে। অর্থাৎ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তৃতীয় ম্যাচটি হবে আগামীকাল (২১ মে)।
এমএইচএম