ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচে নিয়ম ভাঙলে জেল ও কয়েক লাখ টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, সেপ্টেম্বর ১৪, ২০২৫
দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচে নিয়ম ভাঙলে জেল ও কয়েক লাখ টাকা জরিমানা

এশিয়া কাপ ২০২৫–এর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ।

এক বিবৃতিতে জানানো হয়েছে, স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের সহিংসতা, গালিগালাজ বা বর্ণবিদ্বেষমূলক আচরণ একেবারেই সহ্য করা হবে না।

 

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই। ম্যাচটিকে সামনে রেখে দুবাই পুলিশের ইভেন্ট সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই জানান, নিয়ম ভঙ্গকারীদের ১ থেকে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ লাখ থেকে প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত) জরিমানা হতে পারে।

দর্শকদের শৃঙ্খলা বজায় রাখা এবং ইতিবাচক আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ। কর্তৃপক্ষের ভাষ্য, নিরাপত্তা ও স্টেডিয়ামের পরিবেশ সুরক্ষিত রাখতে যে কোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলা ও পরবর্তী সামরিক উত্তেজনার কারণে এবার ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াইকে ঘিরে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। ভারতে ম্যাচটি বয়কটের ডাকও দেওয়া হচ্ছে। এর প্রভাব দুবাইয়ের মাঠেও পড়তে পারে। যে কারণে বাড়তি সতর্কতা হিসেবে আগেই সাবধান করে দিল দুবাইয়ের পুলিশ।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।