ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ভারতীয়দের ‘নো হ্যান্ডশেক’র জবাবে পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, সেপ্টেম্বর ১৫, ২০২৫
ভারতীয়দের ‘নো হ্যান্ডশেক’র জবাবে পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ‘নো হ্যান্ডশেক’ বা হাত না মেলানোর ঘটনা। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

পিসিবির দাবি, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে জানিয়ে দেন যে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে হবে না। এরপর থেকেই ভারতীয় শিবির পাকিস্তান দলের সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ আচরণে অংশ নেয়নি। খেলার পরও ভারতীয় দল সরাসরি ড্রেসিংরুমে চলে যায়, কারও সঙ্গে করমর্দন বা আলাপচারিতায় যুক্ত হয়নি।

ঘটনা নিয়ে ক্ষুব্ধ পিসিবি জানিয়েছে, এটি ক্রীড়াত্মক চেতনার পরিপন্থী। বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ রেফারি টসের সময় সালমান আলি আগাকে সতর্ক করেন যে সূর্যকুমারের সঙ্গে হাত মেলানো যাবে না। পাকিস্তান দল ব্যবস্থাপনা এই আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। ’

এছাড়া পিসিবি নিশ্চিত করেছে যে, ম্যাচ শেষে উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নেননি অধিনায়ক সালমান। এটিও ছিল প্রতিবাদের অংশ। পিসিবির পক্ষ থেকে জানানো হয়, ‘সালমান আলি আগা উপস্থাপনা বর্জন করেছেন ভারতীয় দলের আচরণের প্রতিবাদে, যেহেতু অনুষ্ঠানটির সঞ্চালকও ছিলেন একজন ভারতীয়। ’

ভারতীয় দলের পক্ষ থেকে সূর্যকুমার যাদব জানিয়েছেন, এই ‘নো হ্যান্ডশেক’ পদক্ষেপ ছিল অপারেশন ‘সিঁদুর’-এ শহীদ সৈনিক এবং পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহত সাধারণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

ফলে একদিকে যেখানে ভারত নিজেদের সিদ্ধান্তকে দেশপ্রেম ও শ্রদ্ধার প্রতীক হিসেবে তুলে ধরেছে, অন্যদিকে পাকিস্তান এটিকে ‘ক্রীড়ার চেতনাবিরোধী’ উদাহরণ হিসেবে আখ্যা দিয়ে আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।