ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়ান গেমস নারী ক্রিকেটে ভারতের স্বর্ণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এশিয়ান গেমস নারী ক্রিকেটে ভারতের স্বর্ণ

উইকেট ব্যাটিংয়ের জন্য অনুকূলে ছিল না, তবুও টস জিতে আগে ব্যাটিংই নিয়েছে ভারত। শুরুতে শেফালি ভার্মাকে হারানোর ধাক্কা ভালোই সামাল দিচ্ছিলেন স্মৃতি মান্ধানা ও জেমাইমা রদ্রিগেজ।

কিন্তু শেষ ৪ ওভারে ১৪ রানের ব্যবধানে হারিয়ে ফেলে পাঁচ উইকেট । তবে ১১৬ রানের পুঁজি নিয়েও বোলারদের দাপটে এশিয়ান গেমস নারী ক্রিকেটে স্বর্ণ নিশ্চিত করে ভারত। ফাইনালে তাদের কাছে ১৯ রানে হেরে রৌপ্য জেতে শ্রীলঙ্কা।

এশিয়ান গেমসে এর আগে দুইবার অনুষ্ঠিত ক্রিকেট। যদিও সেই দুই আসরে অংশ নেয়নি ভারত। এবার হাংজু এশিয়ান গেমসে অংশ নিয়েই শক্তিমত্তার নিজেদের শক্তিমত্তার ছাপ রাখল তারা।  

পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে ১১৭ রানের লক্ষ্যে নেমে ১৪ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কাকে। তিন ব্যাটারকেই শিকার করেন অভিষিক্ত তিতাস সাধু। এরপর লঙ্কান মিডল অর্ডার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বটে। কিন্তু ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ৯৭ রানেই থামতে হয় তাদের। হাসিনি পেরেরা ২৫ রান ও নীলাকশি ডি সিলভা ফেরেন ২৩ রান করে। ভারতের হয়ে সাধু ছাড়াও দুটি উইকেট নেন রাজেশ্বরী গায়াকোয়াড় এবং একটি করে শিকার দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রাকার, দেবিকা বৈদ্যর।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১৬ রান করে ভারত। ৪৫ বলে  ৪ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন মান্ধানা। দ্বিতীয় উইকেটে জেমাইমার সঙ্গে ৭৩ রানের জুটি বাঁধেন এই ওপেনার। এরপর জেমাইমারও পতন ঘটে দ্রুত। ৪০ বলে ৫ চারে ৪২ রান করেন ডানহাতি এই ব্যাটার। শেষ দিকে ব্যাটিংয়ে ধস নামলেও বোলারদের কল্যাণে তা জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

এদিকে একই মাঠে এর আগে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।