ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পঞ্চমবার বিশ্বকাপ খেলার উচ্ছ্বাস সাকিব-মুশফিকের, বাকিরাও রোমাঞ্চিত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
পঞ্চমবার বিশ্বকাপ খেলার উচ্ছ্বাস সাকিব-মুশফিকের, বাকিরাও রোমাঞ্চিত

বিশ্বকাপ দল নিয়ে সব জল্পনার শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক ভিডিওতে। সাকিব আল হাসানের কাছে একটা বাক্সবন্দি করা জার্সি এলো।

সেটা নেড়েচেড়ে দেখলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। পরে তিনি ছোট করে অনুভূতিও জানান।  

তিনি বলেন, ‘আমি সাকিব আল হাসান। পঞ্চমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো আমি। ’ তার মতো অনেকটা একই অনুভূতি আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের, ‘আমি বাংলাদেশকে আগামী বিশ্বকাপে পঞ্চমবারের মতো প্রতিনিধিত্ব করবো ইন শা আল্লাহ। আমাদের দোয়া করুন, সঙ্গে থাকুন। ’

লিটন কুমার দাস বলেন, ‘দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। ’ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে নেতৃত্বের অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্তর অনুভূতি, ‘বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছি। ’ পরের ক্রিকেটার তাওহীদ হৃদয়ের ভাষ্য, ‘এটা আমার প্রথম বিশ্বকাপ হবে। চলো বাংলাদেশ। ’

দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমি বিশ্বকাপের জন্য প্রস্তুত। ’ পেস বিভাগের নেতা তাসকিন আহমেদ এক লাইনে বলেছেন, ‘বিশ্বকাপে গর্জন করা যাক। ’ পেস বিভাগের দুই সদস্য হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান বলেন, ‘চলো বাংলাদেশ। ’ ‘আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলতে আমি খুবই রোমাঞ্চিত। ’ 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলেও প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া শরিফুল ইসলাম বলেন, ‘আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলবো বলে খুবই রোমাঞ্চিত। ’ নাসুম আহমেদ বলেন, ‘বিশ্বকাপের জন্য গর্জন করা যাক। ’ অলরাউন্ডার শেখ মাহেদী জানান তার তৈরি থাকার কথা, ‘বিশ্বকাপে গর্জন করতে আমি তৈরি। ’

এশিয়া কাপ দিয়ে অভিষেক হয়েছিল তানজিদ হাসান তামিমের। এবার বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি প্রথমবার দেশকে ওয়ানডে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে খুবই রেমাঞ্চিত। ’ যুব দলে তার সতীর্থ পেসার তানজিম হাসান সাকিব বলেন, ‘আমি দেশকে প্রথমবার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবো। ’
 
ভিডিওতে সবার শেষে দেখানো হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। নানা আলোচনা-সমালোচনার পর জায়গা পেয়েছেন তিনি। জার্সি হাতে পেয়ে এক লাইনে এই অলরাউন্ডার বলেন, ‘এই বিশ্বকাপ ইন শা আল্লাহ বিশেষ কিছু হবে। ’

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।