ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৯ ম্যাচ জিতবো না, হার-জিত থাকবেই: শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস, চেন্নাই থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
৯ ম্যাচ জিতবো না, হার-জিত থাকবেই: শান্ত

স্বপ্নের ফানুস উড়েছিল বেশ। প্রথম ম্যাচের আগে-পরে দলকেও লেগেছিল বেশ ফুরফুরে।

সময় বদলেছে। দ্বিতীয় ম্যাচের পর বদলে গেছে প্রেক্ষাপট। ইংল্যান্ডের বিপক্ষে হারটা অবশ্য খুব বেশি অপ্রত্যাশিত ছিল না বাংলাদেশের জন্য। প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন বলে কথা! কিন্তু হারের ধরনেই মূলত ছিল হতাশা।  

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ সিরিয়াস ছিলেন ক্রিকেটাররা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন করেছেন সবই। এর আগে সংবাদ সম্মেলনে এসে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন ইংল্যান্ডের কাছে হারের পর দলের ভেতরের কথোপকথন।

তিনি বলেন, ‘আমার মনে হয় টুর্নামেন্টে আমরা ভালো শুরু করেছি। সত্যি বলতে আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে পারি নাই। আমরা এই ম্যাচ নিয়ে এতো বেশি চিন্তিত না। সামনের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আশা করি, ভালো একটা ম্যাচ খেলতে পারব। ’ 

‘সেই ম্যাচ হারের পর দলের আলোচনা সেরকম কিছু ছিল না। লম্বা একটা টুর্নামেন্ট। এমন না যে ৯ ম্যাচেই আমরা জিতবো। এখানে হার-জিত থাকবে। এখান থেকে আমরা কিভাবে ক্যামব্যাক করতে পারি, সেটা নিয়ে কথা হয়েছে। সেটা নিয়ে পরিকল্পনা করা হয়েছে। ’

বাংলাদেশ দলের সামনে এখন কঠিন তিন প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর পুনেতে নামতে হবে স্বাগতিক ভারতের বিপক্ষে। এর পরের ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড ম্যাচটি কি তাই সেমিফাইনালে যাওয়ার পথে ভীষণ গুরুত্বপূর্ণ?

শান্তর জবাব, ‘প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য জরুরি। আমার মনে হয় না, এখনই সেমিফাইনাল নিয়ে চিন্তা করা খুব জরুরি। একটা একটা করে ম্যাচ যেতে চাই। যদি কালকের (আজ) ম্যাচটা ভালোভাবে শেষ করি তাহলে যে লক্ষ্যটা থাকবে সেখানে বেশ ভালভাবে এগোতে পারব। ’

বাংলাদেশ সময় : ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।