ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যথা কমেছে সাকিবের, আশা ভারতের বিপক্ষে খেলার

স্টাফ করেসপন্ডেন্ট, পুনে থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
ব্যথা কমেছে সাকিবের, আশা ভারতের বিপক্ষে খেলার

হারের সঙ্গে একটা অস্বস্তিও যোগ হয়েছিল বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করতে গিয়ে চোট পান সাকিব আল হাসান।

পরে ১০ ওভার বোলিংও করেন তিনি। তবে ম্যাচ শেষ হওয়ার পর সাকিবকে নিয়ে যাওয়া হয় স্ক্যান করাতে।  

কিউইদের বিপক্ষে ম্যাচের পর তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যেতে পারেননি সাকিব। যেখানে সাধারণত অধিনায়করাই যান। সাকিবের বদলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে তিনি সংবাদ সম্মেলনে জানান সাকিবের স্ক্যান করাতে যাওয়ার কথা। এখন সাকিবের অবস্থা কেমন?

চেন্নাইয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘সাকিবের রিপোর্ট এখনও দেয়নি। ব্যথা কমে গেছে। কোন স্টেজে আছে এটার রিপোর্ট হয়ত পাব। তবে ছোট টিয়ার আছে পায়ে। আশা করছি ভারতের বিপক্ষে পাব ইনশাআল্লাহ। ছোট্ট একটা টিয়ার আছে মনে হয়। গ্রেড ওয়ান বা টু হবে মনে হয়। আজকেই হয়ত রিপোর্ট পাব। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিনের বেলায় অতিরিক্ত গরমে ব্যাটিংয়ে নামতে হয় সাকিবকে। শরীরের ভার কমাতে স্পিনারদের হেলমেট ছাড়াই খেলার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ব্যাটিংয়ের মাঝপথেই পায়ের পেশিতে টান পড়ে তার। ক্র্যাম্পে ভুগতেও দেখা যায় তাকে।  

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। ৫১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। এছাড়া বল হাতেও ছিলেন নিষ্প্রভ। ১০ ওভারে ৫৪ রান খরচে শিকার করেন মাত্র এক উইকেট।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।