ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এত দ্রুত নয়, বিশ্বকাপ শেষে মন খুলে হতাশ হইয়েন: সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস, মুম্বাই থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এত দ্রুত নয়, বিশ্বকাপ শেষে মন খুলে হতাশ হইয়েন: সাকিব

বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের ছিল বড় স্বপ্ন। ওয়ানডে সুপার লিগের তৃতীয় সেরা দল হয়ে শেষ করা, ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স; সবমিলিয়ে বিশ্বকাপের অন্তত সেরা চারে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের।

কিন্তু স্বপ্ন এখন খাদের কিনারায়।

এখন প্রেক্ষাপট একদমই বদলে গেছে। বিশ্বকাপের প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে গেছে বাংলাদেশ। পঞ্চম ম্যাচে ওয়াংখেড়েতে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে তারা। এর আগে সংবাদ সম্মেলনে এসে হতাশ হতে না করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।  

তিনি বলেন, ‘এখনও সম্ভাবনা আছে (সেমিফাইনাল খেলার)। আমি যেটা বললাম যে, আমরা না পারলে অন্যরা আমাদের সাহায্য করছে। এরকম যদি হতে থাকে আর আমরা যদি নিজেদের একটু সাহায্য করতে পারি। কাগজে-কলমে যদি আপনি দেখেন, এখনও খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না, শেষ হলে মন খুলে হতাশা প্রকাশ করবেন। ’

বাংলাদেশের হয়ে খেলা সবসময়ই চাপের। চারদিক থেকে আসা প্রত্যাশার ভারটাও বেশ বড়। এগুলো কীভাবে সামলান বাংলাদেশের ক্রিকেটাররা? সাকিবের কাছে এমন প্রশ্ন ছিল বিদেশি এক সাংবাদিকের। তিনি বলছেন, একই রকম আগ্রহ বোধ করেন পাঁচটি বিশ্বকাপ খেলার পরেও।

সাকিব বলেন, ‘আমার মনে হয় এটা রোমাঞ্চকর। আমি শুধু নিজেরটা বলতে পারি, অন্যদের কী মনে হয় বলা কঠিন। আমি নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছি, আমার একই রকম আগ্রহ, লক্ষ্য আছে। বাংলাদেশের সঙ্গে খেলা ও পারফর্ম করার জন্য একই রকম লড়াই আছে নিজের ভেতর। এখন অবধি উপভোগ করছি। আশা করছি বিশ্বকাপটা ভালোভাবে শেষ করতে পারবো। ’

বাংলাদেশ সময় : ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।