ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

বিশ্বকাপে আজ দুটি ম্যাচ। সকালে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে তাসমান সাগরপারের দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

 

ধর্মশালা স্টেডিয়ামে  টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। মার্ক চ্যাপম্যানের ইনজুরিতে কপাল খুলেছে জিমি নিশামের। অন্যদিকে অজি একাদশে এসেছে পরিবর্তন। ক্যামেরন গ্রিনের জায়গায় ফিরেছেন ট্র্যাভিস হেড।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।