ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের অধিনায়ক

টেস্টে শান মাসুদ, টি-টোয়েন্টিতে শাহিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
টেস্টে শান মাসুদ, টি-টোয়েন্টিতে শাহিন

বিশ্বকাপ ব্যর্থতার জেরে সব ফরম্যাটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়েন বাবর আজম। তার পদত্যাগের কিছুক্ষণ পরেই নতুন অধিনায়ক ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টেস্টে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটার শান মাসুদের কাঁধে। টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে পেসার শাহিন আফ্রিদিকে।  

ওয়ানডে অধিনায়ক এখনো ঠিক করেনি পিসিবি। কারণ আগামী এক বছরে এফটিপি সূচিতে কোনো ওয়ানডে ম্যাচ নেই পাকিস্তানের। সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অপেক্ষা করছে।

নেতৃত্ব পেয়ে রোমাঞ্চিত শাহিন বলেন, 'আমাদের জাতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত ও রোমাঞ্চিত। পিসিবি ও ভক্তদের আস্থা ও পাশে থাকার জন্য ধন্যবাদ। দলের চেতনা ধরে রাখতে ও মাঠের লড়াইয়ে দেশের গৌরব আনতে আমি আমার সেরাটা দেব। ঐক্য, আস্থা ও নিরলস প্রচেষ্টার মধ্যেই লুকিয়ে আছে আমাদের সাফল্য। আমরা শুধু একটি দল নই; একটি ভ্রাতৃত্বের বন্ধন ও পরিবার। একসঙ্গে আমরা গর্জে উঠব। '

শাহিনের নেতৃত্বে টানা দুই মৌসুমে পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। অন্যদিকে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত সাদা পোশাকের দায়িত্ব দেওয়া হয়েছে শান মাসুদকে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।