ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ফাইনালের আগে যা বললেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, নভেম্বর ১৯, ২০২৩
ফাইনালের আগে যা বললেন শচীন

এক যুগ পর আবারও শিরোপার দুয়ারে দাঁড়িয়ে ভারত। সবশেষ ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

যা শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছিল। এক দশক হয়ে গেল খেলা ছেড়েছেন শচীন, কিন্তু খেলা দেখা ছাড়েননি। সেই ধারাবাহিকতা আজ গ্যালারিতে বসেই সমর্থন জানাবেন কিংবদন্তি এই ব্যাটার। আরও একবার বিশ্বজয়ের সাক্ষী হতে চান তিনি।

ফাইনাল দেখতে আজ সকালেই আহমেদাবাদে পৌঁছেছেন শচীন। এয়ারপোর্টে  এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমি এখানে আমার শুভকামনা জানাতে এসেছি। আশা করছি, আমরা আজ ট্রফি উঁচিয়ে ধরব। সবাই এ দিনটির জন্য অপেক্ষা করছিল। আমি আন্তরিকভাবে আশা করছি, শত কোটি মানুষের প্রার্থনার বিফলে যাবে না আজ। '

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সকাল থেকেই নীল জনসমুদ্রের জোয়ার বইছে। এক লাখ ৩০ হাজার আসন বিশিষ্ট গ্যালারির সিংহভাগই দখলে থাকবে ভারতীয় সমর্থকদের। তা অনুমিতই ছিল। শচীনও আজ তাদের একজন হয়ে গলা ফাটাবেন রোহিত শর্মার দলের জন্য।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এএইচএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।