ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তিন মাস আগেও ছিলেন না বিশ্বকাপ দলে, এখন তিনি বিশ্বচ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
তিন মাস আগেও ছিলেন না বিশ্বকাপ দলে, এখন তিনি বিশ্বচ্যাম্পিয়ন

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে প্রথমে সুযোগ পাননি মার্নাস লাবুশেন। কিন্তু অ্যাশটন অ্যাগারের চোট কপাল খুলে দেয় তার।

তার আগে অবশ্য দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রমাণ করেন নিজেকে। অথচ সেই সিরিজের আগেই বাদ পড়েন দল থেকে।  

বিশ্বকাপে সেভাবে হাসছিল না লাবুশেনের ব্যাট। কিন্তু ফাইনালে এসে খেললেন ক্যারিয়ারের মহাগুরুত্বপূর্ণ ইনিংস। ফাইনালে ভারতের বিপক্ষে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়াকে তখন পথ দেখান ট্রাভিস হেড। ১৯২ রানের জুটিতে তাকে দারুণ সঙ্গ দেন লাবুশেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১০ বলে ৫৮ রান করে।  

বিশ্বকাপ জয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কেঁদেই ফেললেন লাবুশেন। ডানহাতি এই ব্যাটারের চোখে তার জীবনটা মিরাকলে ভরপুর।

তিনি বলেন, ‘আজ আমরা যা অর্জন করেছি তা অবিশ্বাস্য! আমার অবদান রাখা অর্জনগুলো ভেতর এটাই সেরা। ভারতের কথাই ভাবুন, ১০ ম্যাচে ১০ জয় নিয়ে আসরের সেরা দল ছিল তারা। খেলেছেও অবিশ্বাস্য। কিন্তু জানতাম যে নিজেদের সেরাটা দিতে পারলে আমাদেরও সুযোগ আছে। আমাদের বোলাররা ছিল দুর্দান্ত এবং এরপর ট্রাভিসের বিধ্বংসী ব্যাটিং। এর অংশ হতে পেরে ভালো লাগছে। ’

ফাইনালের একাদশে থাকবেন কি না তা নিয়ে শঙ্কায় ছিলেন লাবুশেন, ‘আমি ঈশ্বরে বিশ্বাসী মানুষ। যেভাবে সবকিছু হয়ে তা আমার অবিশ্বাস্যই লেগেছে৷ স্রেফ অসাধারণ, ভাষা হারিয়ে ফেলেছি! বেশ কয়েকবার মনে হয়েছে ফাইনালের একাদশে আমি থাকব না। এমনকি গতকাল রাত ১০টার আগেও দল দেওয়া হয়নি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমার প্রতি আস্থা রাখার জন্য। অনুভূতি বোঝানোর খুব বেশি শব্দ আমার নেই। দুই মাস আগে আমি দক্ষিণ আফ্রিকা সিরিজেও দলে ছিলাম না (পরে সুযোগ পেয়েছেন) এবং এরপর টানা ১৯ ম্যাচ খেলা সত্যিই অলৌকিক। জানি না কীভাবে এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। ’

বাংলাদেশ সময়ঃ ২৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।