ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আমরাও আমাদের দেশে সবুজ উইকেট বানাই’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
‘আমরাও আমাদের দেশে সবুজ উইকেট বানাই’

একদিনে দুই দল মিলিয়ে নেই ১৫ উইকেট। টেস্টের প্রথম দিনের শুরু থেকেই বলে টার্ন ছিল।

ব্যাটারদের জন্য শেষ অবধি হয়ে ওঠেছে এক বধ্যভূমি। পাঁচদিনের টেস্ট দু'দিনেই শেষ হয়ে যায় কি না, এমন আলাপও এখন শোনা যাচ্ছে।  

টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর কেবল ৫ ওভার বোলিং করেছেন কিউই দুই পেসার। বাংলাদেশের একাদশে তো আছেনই একজন পেসার। ১৫ উইকেটের ১৩টিই নিয়েছেন স্পিনাররা। তবে এ নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই নিউজিল্যান্ডের।  

কিউই স্পিনার মিচেল স্যান্টনার বলেন, ‘হ্যাঁ, এখানে স্পিন ছিল। পৃথিবীর এই প্রান্তে এলে এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। এখানে স্পিন হয়, আর এটা ঠিক আছে। এ ধরনের উইকেটে এসে চ্যালেঞ্জ নেওয়া আমাদের জন্য ভালো। কারণ আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন আমরাও সবুজ উইকেট বানাই যেখানে বল সুইং করে। ’

‘আর আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে কতটা ভালো। এ ধরনের কন্ডিশনে তাদের হারানো খুব কঠিন। তারা প্রথম টেস্টেই তারা কীভাবে এই ধরনের উইকেট কাজ করে তার ব্লু প্রিন্ট দেখিয়েছে। ’

আগের ম্যাচের একাদশে ছিলেন না মিচেল স্যান্টনার। এবার ২৮ ওভার বল করে ৬৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। এ ধরনের উইকেট সাধারণত পান না স্পিনাররা। তার মতো ক্রিকেটারদের জন্য এটা কি আরাধ্য?

এমন প্রশ্নের জবাবে স্যান্টনার বলেন, ‘আমার মনে হয় যদি সঠিক জায়গায় লম্বা সময় ধরে বল করে যেতে পারে, তাহলে এ উইকেটে অনেক কিছু আছে। কিন্তু আমরা দেখি বাংলাদেশের মিডল অর্ডারদের দেখেছি, যদি আপনি নিজেকে মেলে ধরতে পারেন তাহলে হয়তো কিছু নিজের মতো করতে পারবেন। কিন্তু অবশ্যই নিউজিল্যান্ডে আমরা এমন উইকেট পাই না। ’

‘আমাদের কাজ হবে যে-ই উইকেটে থাকে, শুধু জুটি গড়ার চেষ্টা করা। এটা হয়তো ১০০-১২০ রানের জুটি হবে না। কিন্তু ৫০ রানের জুটি আমাদের এগিয়ে নিতে পারে। এজন্য যতটুকু সম্ভব আমাদের লড়াই করার চেষ্টা করে যেতে হবে। এরপর যখন তারা একটা খারাপ বল করবে, সাধারণত যেটা করে না, তাহলে সেটাকে কাজে লাগাতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।