ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৫ ওভারের মধ্যেই ৪ উইকেট হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
১৫ ওভারের মধ্যেই ৪ উইকেট হারাল বাংলাদেশ

লক্ষ্যটা বেশ কঠিনই। তার ওপর নিউজিল্যান্ডের প্রতিকূল কন্ডিশন।

তাই বাংলাদেশের ব্যাটিংয়ে দেখা গেল সেই পুরোনো বাস্তবতা। ৩০ ওভারে ২৪৫ রানের লক্ষ্য পাড়ি দিতে নেমে ১৫ ওভারেই চার উইকেট হারিয়ে ফেলে । এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৬ রান করেছে সফরকারীরা।  মুশফিকুর রহিম ২ ও তাওহীদ হৃদয় ব্যাট করছেন ৮ রানে।

জবাব দিতে নেমে শুরুতেই ভেঙে পড়ে বাংলাদেশের ওপেনিং জুটি।  ওপেনিংয়ে নেমে চার বল খেলে ডাক মারেন সৌম্য সরকার। অ্যাডাম মিলনের বলে খোঁচা মেরে ক্যাচ দেন সেকেন্ড স্লিপে থাকা টম ল্যাথামকে। দুই মাস আগে খেলা ঘরের মাটিতে সবশেষ ওয়ানডেতেও ডাক মেরেছিলেন বাঁহাতি এই ব্যাটার। সেবারও প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।  ওপেনিং জুটি ভাঙার পর আরও চাপে পড়ে যায় বাংলাদেশ।   তবে আরেক ওপেনার এনামুল হক বিজয় ছিলেন আগ্রাসী। তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু ইশ সোদির বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। বিদায় নেন ১৩ বলে ১৫ রানে।

থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি বিজয়। ৩৯ বলে ৫ চারে ৪৩ রান করে জশ ক্লার্কসনকে তার বলেই ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার। এরপর লিটন দাস শিকার হন ক্লার্কসনের। ১ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২২ রান করেন তিনি।

 

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।