ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘এসব আমরাই তৈরি করেছি, বিশ্বাস রাখুন’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
‘এসব আমরাই তৈরি করেছি, বিশ্বাস রাখুন’

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উড়লো রঙিন কনফেত্তি। টিভি ক্যামেরার আগ্রহজুড়েও থাকলো এই অনুষ্ঠান।

মেয়েদের ক্রিকেটে স্পন্সর খুব একটা দেখা যায় না। তবে এবার বেশ ঘটা করেই পৃষ্ঠপোষক পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনেও ছিল সংবাদ কর্মীদের ভিড়।  

একসময় নিয়মিত ম্যাচ খেলা নিয়ে প্রতিনিয়তই আফসোস ছিল নারী ক্রিকেটারদের কণ্ঠে। এখন তারা সেটিও খেলছেন। তবুও দল ধারাবাহিকতা দেখাতে পারছে না। গত বছর ভারত-পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ভালো করায় প্রত্যাশা বেড়েছিল। কিন্তু পরে ধারাবাহিকতা দেখাতে পারেনি দল।

এ নিয়ে জানতে চাইলে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘সবকিছু (মানুষের আগ্রহ, প্রত্যাশা, স্পন্সর আসা) কিন্তু আমরাই তৈরি করেছি। আজকে যদি আপনারা এখানে এসে থাকেন, প্রশ্ন করছেন আগে ভালো ছিল বা এমন-অমন ছিল, এটা আমরাই তৈরি করেছি। তো এটা ধরে রাখার দায়িত্ব আমাদের। আমি বলব, বিশ্বাস রাখেন। কারণ দল কষ্ট করছে। ’ 

‘অনেক সময় পারফরম্যান্সগুলো দেখা যাচ্ছে। কিন্তু ফল না হলে তখন নেতিবাচক বিষয়গুলো বেশি আসে। এই সিরিজটা বলব, আমাদের দলের জন্য ঘুরে দাঁড়ানোর জায়গা। যেই জিনিসটা আমরা তৈরি করেছি, ইনশাআল্লাহ্‌ এই সিরিজেই হতে পারে... আমাদের কাছে অনেক সুযোগ আছে। ভারত-পাকিস্তান সিরিজে যেটা আমরা করেছি, যেন আরও অনেক বেশি মানুষ আগ্রহ দেখায় এবং মিডিয়াও যেন আরও বেশি ফোকাস করে। ’

বাংলাদেশে এসে কিছুটা নতুন অভিজ্ঞতা হচ্ছে আয়ারল্যান্ড নারী দলের ক্রিকেটারদেরও। তাদের ঘণ্টা তিনেকের অনুশীলন পর্বের পুরোটাতেই অনেকগুলো ক্যামেরার চোখ থাকে। সংবাদ সম্মেলনে, ট্রফি উন্মোচনেও ক্যামেরার উপস্থিতিতে অভিভূত আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।  

এ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা দুর্দান্ত। আমার অভিজ্ঞতায় আমি এত ক্যামেরা দেখিনি। হয়তো লরা (ডেলেনি) দেখেছে। তবে হ্যাঁ, এটো দারুণ। ট্রফি উন্মোচনেও নারী  ক্রিকেটারদের ঘিরে এত মিডিয়া দেখতে পারা দুর্দান্ত একটা ব্যাপার। আমরা এখানে খুব ভালো আথিতেয়তা পাচ্ছি। ঢাকায় দারুণ সময় কাটছে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।