ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারালো ভারতের মেয়েরা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারালো ভারতের মেয়েরা

প্রথমবার অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতার স্বাদ পেল ভারতের মেয়েরা।

মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারমানপ্রীত কৌরের দল ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীদের।

 

কয়েকদিন আগে রানের হিসাবে টেস্টের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়ে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারতীয় নারী দল। এবার আরেক ইতিহাস গড়া জয় এল অস্ট্রেলিয়ার বিপক্ষে।

টেস্টে প্রথমবার ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছি ভারতের নারী দল। দু’দলের মধ্যে এর আগে পর্যন্ত পাঁচটি সিরিজ় হয়েছিল। তিন বার জিতেছিল অস্ট্রেলিয়া। দু’বার সিরিজ় ড্র হয়েছিল।  

অবশেষে ষষ্ঠ বারে জয়ের মুখ দেখল ভারত। টেস্টের চতুর্থ দিন সকালে দাপট দেখান ভারতীয় বোলাররা। মাত্র ২৮ রানে পডে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।  

তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ২৩৩ রান। জয়ের জন্য ৭৫ রানের লক্ষ্য পায় ভারত। ওই রান ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ছাড়িয়ে গেছে ভারতীয় মেয়েরা। ৩৮ রানে অপরাজিত ছিলেন স্মৃতি মান্ধানা।  

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া নারী দল করেছিল ২১৯ রান। জবাবে ভারত নারী দল প্রথম ইনিংসে গড়েছিল ৪০৯ রানের বিশাল সংগ্রহ পায়।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।