ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিদায়ী টেস্টের আগে ‘ব্যাগি গ্রিন’ হারিয়ে ওয়ার্নারের অসহায় আকুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
বিদায়ী টেস্টের আগে ‘ব্যাগি গ্রিন’ হারিয়ে ওয়ার্নারের অসহায় আকুতি

সাদা পোষাকের খেলায় অভিষেক ম্যাচের জার্সি ক্রিকেটারদের জন্য অনেক বেশি মূল্যবান। যেটি পরেই তারা বাকি সময়টা খেলা চালিয়ে যান।

অস্ট্রেলিয়ায় যাকে ‘ব্যাগি গ্রিন’ বলা হয়। এমন আবেগের সেই ক্যাপটা হারিয়ে বসেছেন দেশটির তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

সিডনিতে নিজের জীবনের শেষ টেস্টের আগেই এই ক্যাপ হারিয়ে যেন অসহায় হয়ে পড়েছেন ওয়ার্নার। ইন্সটাগ্রামে এক ভিডিওতে ঘটনার বর্ণনা করে এটি ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

মেলবোর্ন থেকে সিডনি এক ফ্লাইটে এই ব্যাগ গ্রিন হারান ওয়ার্নার। তিনি ধারণা করছেন সেটি চুরি হয়েছে। এই ব্যাপারে ভিডিও বার্তায় এই ব্যাটার বলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। লাগেজের ভেতর একটা ব্যাগপ্যাকে (পিঠের ব্যাগ) আমার ব্যাগি গ্রিন ছিলো। সেই ব্যাকপ্যাক যখন মেলবোর্ন থেকে সিডনি যায় তখন তা নিয়ে নেওয়া হয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে আমার আবেগ, আমি এটি ফিরে পেতে চাই। ’

সম্ভাব্য চোরকে ইঙ্গিত করে ওয়ার্নার গোপনীয়তা রক্ষা করে প্রয়োজনে আরেকটি ব্যাকপ্যাক দিয়ে দেবেন বলে জানান, ‘আপনি যদি ব্যাকপ্যাকটি চেয়ে থাকেন, আমার কাছে বাড়তি একটা আছে। আপনার কোন সমস্যা হবে না আমি দিয়ে দেব। আপনি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করেন, আমি খুশিমনে দিয়ে দেব। ’

পাকিস্তানের বিপক্ষে ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচটি খেলেই নিজের ক্যারিয়ারের ইতি টানবেন ওয়ার্নার। ২০১১ সালে ব্রিসবেনে অভিষেক হয় তার। এই পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন ১১১ টেস্ট।  

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।