ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিপিএল মাতাতে বরিশালের হয়ে আসছেন ডেভিড মিলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, জানুয়ারি ৯, ২০২৪
বিপিএল মাতাতে বরিশালের হয়ে আসছেন ডেভিড মিলার

দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার এবার খেলবেন ফরচুন বরিশালের হয়ে। বিপিএলের দশম আসর মাতাতে তিনি আসবেন বাংলাদেশে।

তাকে দলে ভেড়ানোর বিষয়টি আজ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।

ইতোমধ্যে বরিশাল দলে ভিড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এছাড়া মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও আছেন এই দলে। তাছাড়া পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক ও ওপেনার ফখর জামানকেও দলে ভিড়িয়েছে বরিশাল। শক্তিশালী ব্যাটারদের নিয়ে এবারের আসরে নামছে তারা।

ব্যাটিংয়ে মিলার-তামিমদের সঙ্গ দেওয়ার জন্য আছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং, সৌম্য সরকার, ইব্রাহিম জাদরানরা। মিলার অবশ্য এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টি নিয়ে ব্যস্ত। এই মৌসুমে পার্ল রয়েলসের অধিনায়ক তিনি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি শেষ হবে ১০ ফেব্রুয়ারি।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।