ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরিবারের সামনে জীবনের প্রথম হ্যাটট্রিক করে খুশি শরিফুল

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
পরিবারের সামনে জীবনের প্রথম হ্যাটট্রিক করে খুশি শরিফুল

মুখে চওড়া হাসি। খুশি মনেই সংবাদ সম্মেলন কক্ষে এলেন শরিফুল ইসলাম।

গত বছর দুর্দান্তভাবে শেষ করেছিলেন, ওখান থেকেই শুরু করার আশার কথাও শুনিয়েছিলেন বিপিএল শুরুর আগে। সেটি নিয়েই প্রশ্ন হলো সবার আগে।  

এরপর প্রশ্ন হলো আরও। শরিফুল ইসলাম নিজে থেকেই জানালেন কথাটা। প্রথমবারের মতো তার খেলা দেখতে এসেছেন পরিবারের সদস্যরা- দুর্দান্ত বোলিং তো বটেই, চওড়া হাসির এটিও একটি কারণ। এরপর প্রশ্নের ফাঁকে জানিয়েছেন, স্বীকৃত ক্রিকেটে তো বটেই- তার মনে পড়ে এমন সব ম্যাচে এটিই তার প্রথম হ্যাটট্রিক।  

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানোর পর দুর্দান্ত ঢাকার এই পেসার বলেন, ‘খুব ভালো অনুভূতি, বিশেষ করে আমার পরিবার আজকে মাঠে এসেছে প্রথম খেলা দেখতে এবং সেদিনই আমার হ্যাটট্রিক হয়েছে। এটা খুব ভালো লাগছে। ’

শরিফুল ইনিংসের একেবারে শেষ তিন বলে তিন উইকেট নেন। অথচ ওভারের শুরুটা ভালো হয়নি তার। টানা দুই বলে ছক্কা হাঁকিয়েছিলেন খুশদিল শাহ। স্বাভাবিকভাবেই তখন ভড়কে যাওয়ার কথা যেকোনো বোলারের। শরিফুলের ভাবনায় কী ছিল?

তিনি সেটি জানিয়ে বলেন, ‘চিন্তা-ভাবনায় হ্যাটট্রিক ছিল না, চিন্তা করেছি আমার হাতে তখনো বল আছে আরও তিনটা। আমি ভালোভাবে ফিরে আসতে পারব। হয়তোবা এখান থেকে একটা উইকেট নিতে পারব। কিন্তু হ্যাটট্রিকটা... (ভাবিনি)। ’

‘দুইটা ছক্কা খাওয়ার পর মনে করছিলাম কীভাবে রান আটকে দেওয়া যায়। কারণ, হয়তো আরেকটা যদি ছয় খেতাম স্কোরটা বড় হয়ে যেত। আমার লক্ষ্যটা ছিল যেন আমি ডট বল করতে পারি। তাসকিন ভাই, মোসাদ্দেক ভাই একই কথা বলেছিলেন যে, পেস বদল করলে হয়তো ভালো হবে। কারণ, উইকেটে একটু আলাদা বাউন্স আছে। ’

গত বছরের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ সেরা হন শরিফুল। এই পেসারের বোলিং মুগ্ধ করেছিল সবাইকে। এরপর নতুন বছরটাও সেভাবে শুরু করতে চাওয়ার আশা করেছিলেন শরিফুল। সেটি করতে পেরে খুশি এই পেসার।

তিনি বলেন, ‘আমি গত বছর যেভাবে শেষ করেছি এ বছর সেভাবে শুরু করতে চেয়েছি। আলহামদুলিল্লাহ  প্রথম ম্যাচটা ওরকম হয়েছে, চেষ্টা করব বাকিগুলো করার। আর মিরপুরের উইকেট আজকে একটু ভালো, খুব ভালো লাগছিল বল ক্যারি করতেছিল। ভালো স্কোরিং উইকেট ছিল। ’

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।