ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ মেয়েদের ত্রিদেশীয় সিরিজে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। ত্রিদেশীয় এই সিরজে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ পাকিস্তান।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রানের সংগ্রহ করে তারা। ইনিংস সর্বোচ্চ ২১ রান করেন রাশমি নেথরানজালি। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন রাবেয়া এবং নিশিতা আক্তার।

রান তাড়ায় শুরুটা ভালো করেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার সুমাইয়া আক্তার খেলেন ১১ বলে ১৪ রানের ইনিংস। এছাড়া তিনে নামা ইভা ৩৫ বলে ২৭ রান করেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইরা। ২৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন তিনি।  

৯ বল এবং ৫ উইকেট হাতে রেখে দারুণ এক জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন শাশিনি গিমহানি ওয়েজেয়ারত্না।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।