ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আগে চেষ্টা করি’, অবসর নেবেন কি না প্রশ্নে সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
‘আগে চেষ্টা করি’, অবসর নেবেন কি না প্রশ্নে সাকিব

‘আগে চেষ্টা করি’, অবসর নেবেন কি না প্রশ্নে সাকিব ঠিক আগেরদিনই সংবাদ সম্মেলনে এসেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তারও কিছুদিন আগে তিনি সাকিব আল হাসানের সঙ্গে কাজ করেছেন সিলেটের আউটার মাঠে।

অনেকদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তার শিষ্য। ওই সমাধান খুঁজতে গিয়েছিলেন সালাউদ্দিনের কাছে।

সাকিব প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেছিলেন, ‘ব্যাটিংয়ে না ফিরতে পারলে খেলাই ছেড়ে দেবেন সাকিব। ’ শনিবার সংবাদ সম্মেলনে আসেন সাকিবও। তার কাছেও জানতে চাওয়া হয় এ নিয়ে। উত্তরে এই অলরাউন্ডার সাংবাদিকদের বলেন, ‘আমার এখন অবধি কোনো ভাবনা নেই (ক্রিকেট ছাড়ার)। চেষ্টা করছি। আগে চেষ্টা শেষ করে নেই। এরপরেরটা এরপর দেখবো। ‘

এ সময় সামনে জাতীয় দলে ফেরায় কোনো সমস্যা হবে কি না প্রশ্নে তিনি বলেন, ‘সময়ই বলে দেবে। ’ সংবাদ সম্মেলনে সাকিবকে বারবারই শুনতে হচ্ছিল চোখ নিয়ে প্রশ্ন।

এ নিয়ে সাকিব এক পর্যায়ে কিছুটা বিরক্তিই প্রকাশ করেন। চশমা পরা এক সাংবাদিকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বারবার এই যে চোখ চোখ বলতেছেন, চোখের কোনো সমস্যা নাই। আপনি চশমা পরে যা দেখেন, আমি চশমা না পরে এর থেকে ভালো দেখি। সো এই টেস্টে কোনো সমস্যা নাই।

কী সমস্যা আছে সেটা খোঁজার চেষ্টা করছি এখনও। ’ তাহলে চোখে কি সমস্যা হচ্ছে জানতে চাইলে সাকিব বলেন, ‘এটাই তো আমি খোঁজার চেষ্টা করছি। এটা আমি বের করার চেষ্টা করছি, বাকিরাও চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
এমএইচবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।