ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল আফগানিস্তান 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল আফগানিস্তান  সংগৃহীত ছবি

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের লাইনআপ প্রায় চূড়ান্ত। দুটি দল এরইমধ্যে পরের ধাপে উঠে গেছে।

বাকি ২টি স্থানের জন্য লড়ছে গ্রুপ-বি'র তিন দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।  

এর মধ্যে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। যেখানে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৭৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানরা।  

টস জিতে ব্যাটিং বেছে নেওয়া আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই তারা হারায় ওপেনার রহমানউল্লাহ গুরবাজের (০) উইকেট। এরপর হাল ধরেন ইব্রাহীম জাদরান ও সেদিকুল্লাহ অটল। এই আসরেই একাধিক রেকর্ড গড়া ইব্রাহীম ২৮ বলে ২২ রান করে বিদায় নিলেও সেদিকুল্লাহ খেলেন ৯৫ বলে ৮৫ রানের ঝলমলে এক ইনিংস।

আফগানদের ইনিংস মাঝপথে কিছুটা ধাক্কা খেয়েছিল রহমত শাহ (১২) ও হাশমতউল্লাহ শহীদি (২০) দাঁড়াতে না পারায়। তবে আজমতউল্লাহ ওমরজাই ৬৩ বলে ৬৭ রান করে সেই ধাক্কা সামাল দেন দারুণভাবে। ১৯৯ রানে ৭ উইকেট হারানোর পরও আফগানরা যে লড়াকু সংগ্রহ পায়, এর পেছনে রশিদ খানের ১৭ বলে ১৯ রানের ইনিংসটির ভূমিকা রয়েছে।

বল হাতে অস্ট্রেলিয়ার পেসার ববেন ডোয়ার্শিস ৪৭ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পার ঝুলিতে গেছে ২টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।