গত বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে স্থায়ীভাবে নেই পেস বোলিং কোচ। আনুষ্ঠানিকভাবে ব্যাটিং কোচও নেই লম্বা সময় ধরে।
এজন্য বিসিবির পক্ষ থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। তারা আবেদন করা কোচদের একটি সংক্ষিপ্ত তালিকা করে মঙ্গলবার তাদের সাক্ষাৎকার নিয়েছেন। এদের মধ্যে ছিলেন দেশি কোচ তুষার ইমরানও। নিয়োগ কমিটির সদস্য নাঈমুর রহমান দুর্জয় জানিয়েছেন, পরে আবেদন করায় নেই তুষার।
দুর্জয় বলেন, ‘ব্যাটিং কোচ এবং আমাদের যে পেস বোলিং কোচ তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। দুয়েকজন ইতোমধ্যে আমাদের এখানে কাজ করছেন, স্টুয়ার্ট ল, ডেভিড হ্যাম, আবার পেস বোলিং কোচ আমাদের এইচপির কলিমোর ছিল। এর বাইরেও দু'একজন ছিল যাদের আমরা সাক্ষাৎকার নিয়েছি। ’
প্রার্থীদের কাছে কী জানতে চাওয়া হয়েছে? দুর্জয় এ নিয়ে বলেন, ‘ইতিমধ্যে বাংলাদেশে কাজ করছে এবং কাজ করতে আগ্রহী, বেশ কয়েকজন আবেদনকারীর আমরা প্রাথমিক ইন্টারেস্ট (দেখলাম), তাদের ওয়ে অব ওয়ার্ক বা বাংলাদেশের কনটেক্সটে কীভাবে তারা কাজ করতে চায়, সে জিনিসগুলোর ওপরই মূলত আমাদের ইন্টারেস্টটা ছিল। ’
বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইট। কিন্তু তিনি আবেদন করেও পরে নাম সরিয়ে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করবেন টেইট। এছাড়া দেশি মাহবুবুল আলম জাকিসহ আরও কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে বিসিবি।
দুর্জয় বলেন, ‘টেইটের বাইরেও ছিল। অস্ট্রেলিয়ার দুই-একজন ছিলেন। আমাদের দেশীয় একজন ছিলেন। মাহবুব আলী জাকি। উনিও আজ সাক্ষাৎকার দিয়েছেন। আমরা ব্যাটিং এবং ফাস্ট বোলিং কোচের ইন্টারভিউ নিয়েছি। ’
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম